এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয়, তবে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে একসঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে।
সব একসঙ্গে না করে, এক চতুর্থাংশ শুরু করতে পারে। রেল আমাদের সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারে।’
তাহলে কি পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে লোকাল ট্রেন? ওই দিনই শুরু হবে আনলক ফোর। আরও একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করবে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই ছাড়ের মধ্যে কি লোকাল ট্রেন চলাচলের অনুমতিও থাকবে? দেওয়া হবে মেট্রো চলাচলের অনুমতি?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি!আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ পেরিয়ে গিয়েছে! দৈনিক সংক্রমণের নিরিখে ২০ দিন বিশ্বে প্রথম ভারত।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে লোকাল ট্রেন, কিংবা মেট্রো চালু হলে সংক্রমণ আরও বাড়বে না তো? এই প্রশ্ন যেমন উঠছে, তেমনই আর কতদিনই বা ট্রেন-মেট্রো পুরোপুরি বন্ধ করে রাখা যেতে পারে, তা নিয়েও নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে।
চিকিত্সক কুণাল সরকার, বলেছেন, স্বাভাবিকত্বের দিকে সবাইকেই আস্তে আস্তে এগোতে হবে। কলকাতার অবস্থার আগের থেকে খানিকটা উন্নতি হয়েছে। আমরা কেউই চাইনা তা আবার খারাপের দিকে এগোক। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে।
স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮০১।মৃত্যু হয়েছে মোট ২ হাজার ৯০৯ জনের।
মুখ্যমন্ত্রী বলছেন, সুস্থতার হার অনেক বেড়েছে। তবে, এরই সঙ্গে সেপ্টেম্বরেও সাপ্তাহিক লকডাউন চলবে বলে জানিয়েছেন তিনি। চলতি মাসে বৃহস্পতিবার সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন। পরের সম্পূর্ণ লকডাউন হবে ৩১ অগাস্ট।
আর সেপ্টেম্বরে সম্পূর্ণ লকডাউন হবে ৭, ১১ ও ১২ তারিখ।
তবে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
হটস্পট শহরগুলিতে বিমান আসা-যাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করল রাজ্য।
করোনা আবহে মার্চ থেকে বন্ধ ট্রেন-মেট্রো। বর্তমান পরিস্থিতিতে কি এই ছবিটা বদলাবে? উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই।