হাওড়া: কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার রক্ষা সিংহর অস্বাভাবিক মৃত্যু হল। দক্ষিণেশ্বর ঘাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। শুক্রবার দেহটি সনাক্ত করেন তাঁর ভাই। অভিযোগ, দিনের পর দিন মানসিক নির্যাতন সহ্য না করতে পেরেই অবসাদে আত্মহত্যা করেছেন রক্ষা। গ্রেফতার অভিযুক্ত স্বামী স্বামী সঞ্জয় সিংহ।

 

রক্ষার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পরও শ্বশুর বাড়িতে সময় না দিয়ে কেন চাকরি, এই কথা বলে দিনের পর রক্ষার উপর মানসিক নির্যাতন করতেন সঞ্জয়। যার পরিণতিতেই আত্মহত্যা করতে বাধ্য হলেন রক্ষা।

 

মঙ্গলবার রহস্যজনকভাবে নিখোঁজ হন বালির মহেন্দ্র বাগচি রোডের বাসিন্দা রক্ষা। সেই দিনই উদ্ধার হয় তাঁর লেখা দু’টি চিরকুট। যার একটি স্বামীকে উদ্দেশ্য করে। যেখানে লেখা, ‘জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমায় ক্ষমা কর।’ অপর চিরকুটটিতে সন্তানের উদ্দেশ্যে লেখা ছিল, ‘মা অফিস গিয়েছে। তুমি ভাল থাকবে।’

 

বালি থানায় নিখোঁজ ডায়েরি করেন রক্ষার শ্বশুর বাড়ির লোকেরা। পরদিনই, দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে তাঁর দেহ উদ্ধার করে বেলঘড়িয়া থানার পুলিশ। বালি থানায় রক্ষার বাপের বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

 

ভাস্কর ঘোষ। এবিপি আনন্দ।