সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ডালখোলায় সিপিএমের এক শাখা সম্পাদকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হল পরিস্থিতি। গতকাল রাত থেকে ওই নেতার খোঁজ মিলছিল না। আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে সিপিএম। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোটের মুখে জেলায় জেলায় বাড়ছে খুন, জখম, হিংসা। এবার উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকার রানিগঞ্জে এক সিপিএম নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম। মৃত রফিক আলম সিপিএমের ডালখোলার পাতনোর শাখা সম্পাদক ছিলেন। মৃতের পরিবারের দাবি, রবিবার সন্ধে ৬টা নাগাদ একটি ফোন পেয়ে তিনি বেরিয়ে যান। তারপর আর বাড়ি ফেরেননি। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ হয়ে যায়।
সোমবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পেট্রোল পাম্পের পিছনে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার মেয়ে সুরমণি বেগম বলেন, ‘‘কারা করল, কেন করল, কিছুই বুঝতে পারছি না।’’
সিপিআইএমের জেলা নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এর পিছনে রয়েছে। করণদিঘির তৃণমূল বিধায়ক মনদেব সিনহার অবশ্য দাবি, ‘‘ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক।’’
এ বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।