সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: এবার ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ রেল কর্মীর। রেলের ইঞ্জিনিয়ার বিশ্বরূপ ওঝার দাবি, গত ৮ এপ্রিল তিনি পুরুলিয়ার ধোবঘাটা উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল ৩ জুলাই। অভিযোগ, মেসেজ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখেন সেটা বন্ধ। ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে বলে মেসেজও চলে আসে। এরপর হেল্প লাইন নম্বরে অভিযোগ জানালে জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু তাতেও সুরাহা মেলেনি বলে অভিযোগ রেল কর্মীর।
পুরুলিয়া শহরে দেশবন্ধু রোডের বাসিন্দা বিশ্বরূপ ওঝা। পেশায় রেলওয়ে ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি চিত্তরঞ্জনে কর্মরত। গতকাল দ্বিতীয় ডোজের ডেট ছিল। পুরুলিয়া ধোবঘাটা উপ স্বাস্থ্যকেন্দ্রে টিকার সময় দেওয়া হয়েছিল তিনটে থেকে ছটা পর্যন্ত। জানা গিয়েছে, ভ্যাকসিনেশন কেন্দ্রে গিয়ে দেখেন তা বন্ধ। এরপর ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, অপেক্ষা করতে বলা হলেও, ফোনে মেসেজ আসে টিকাকরণ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট নম্বরে ফোন করলে তাঁকে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। বিশ্বরূপ ওঝার বক্তব্য, হেল্পলাইন নম্বরে ফোন করলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে দাবি ওই ব্যক্তির। রেল কর্মীর অভিযোগ, এর জেরে দ্বিতীয় ডোজের বুকিংয়ে সমস্যা হচ্ছে।
কোথাও ভ্যাকসিন নিতে ভোররাত থেকে অপেক্ষা। কোথাও আবার দিনভর লাইনে দাঁড়িয়েও, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। ভ্যাকসিনেশন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ ভুরি ভুরি। আর এই আবহে অভিযোগ, ভ্যাকসিন না নিয়েও নেওয়া হয়ে গিয়েছে বলে মেসেজ চলে এল। রেল কর্মী বিশ্বরূপ ওঝা বলেন, দ্বিতীয় ডোজের জন্য স্লট বুকিং করতে পারছি না। আমার মনে হয় ভ্যাকসিনেশন সেন্টারে যারা ডিউটিতে ছিলেন সেখান থেকেই গাফিলতি হয়েছে। ওয়েবসাইটে প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা হতে পারে, এনিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক।