দক্ষিণ ২৪ পরগনা: শান্তি মিছিলের পরও অধরা শান্তি! আবারও অগ্নিগর্ভ ভাঙড়! দফায় দফায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। অস্ত্র হাতে দিনভর দাপিয়ে বেড়াল দুষ্কৃতীদের দল। ভাঙচুর সংবাদমাধ্যমের গাড়ি।

পাওয়ার গ্রিডের বিরোধিতায় বৃহস্পতিবার ভাঙড়ে সমাবেশ করবে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তার আগে বুধবার সকাল থেকে বারুদের গন্ধে ভারী হয়ে ওঠে ভাঙড়ের পরিবেশ। কিছুদিন থমথমে থাকার পর মঙ্গলবার নতুন করে অশান্ত হয়ে ওঠে ভাঙড়।
বুধবার সকাল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের মাছিভাঙা, খামারআইট, নতুনহাট, বকডোবা-সহ বিস্তীর্ণ এলাকা। যার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
ভাঙড় পরিস্থিতি নিয়ে শুরু শাসক ও বিরোধীদের তরজা। যে ভিডিওটি ঘিরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে, তা নিয়ে বারুইপুর জেলা পুলিশের দাবি, ভিডিওটি পুরনো। এ দিনের ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়ানো হচ্ছে।

ধুন্ধুমারের মধ্যেই আরাবুল, কাইজার, নান্নু হোসেনরা যান কাশীপুর থানায়। জমি আন্দোলনকারীদের নেতা অলীক চক্রবর্তী-সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর করেন।