হুগলি ও পূর্ব মেদিনীপুর: ছাত্র ভোটের আগেই রণক্ষেত্র কলেজ। হুগলির চাঁপাডাঙায় রবীন্দ্র মহাবিদ্যালয়ে টিএমসিপির গোষ্ঠীসংঘর্ষ, বোমাবাজি। সংঘর্ষ থামাতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস। ৫ পুলিশকর্মী সহ আহত কয়েকজন। সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার বনমালী কলেজ ও কোলাঘাটের রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ও।
আগামী ১৯ জানুয়ারি ভোট হুগলির চাঁপাডাঙার রবীন্দ্র মহাবিদ্যালয়ে। অভিযোগ, বৃহস্পতিবার মনোনয়ন তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত ও ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডুর অনুগামীরা। রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। বোমাবাজি থেকে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস-- বাদ যায়নি কিছুই। সংঘর্ষে আহত হয়েছেন ২ পক্ষের বেশ কয়েকজন। আহত ৫ পুলিশকর্মীও।
এদিকে, ছাত্র সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরও। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত জেলার একাধিক কলেজ। আগামী ২০ তারিখ ভোট পাঁশকুড়া বনমালী কলেজে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলর আনিসুর রহমান এবং তৃণমূল নেতা জইদুল ইসলাম খানের অনুগামীদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, জইদুলের অনুগামীরা মনোনয়ন তোলার জন্য এদিন সকাল ১১টা নগাদ কলেজে ঢুকতে গেলে বাধা দেয় আনিসুরের অনুগামীরা।
শুরু হয়ে যায় সংঘর্ষ, রণক্ষেত্র হয়ে ওঠে ক্যাম্পাস। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পাঁশকুড়া থানার পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে দুই গোষ্ঠী।
ছাত্র সংঘর্ষে উত্তপ্ত কোলাঘাটে রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ও। মনোনয়ন তুলতে বাধা দিচ্ছে টিএমসিপি, এই অভিযোগ তুলে বেলা ১২টা নাগাদ কোলাঘাট-যশোর রোড অবরোধ করে এসএফআই। নেতৃত্ব দেন পূর্ব পাঁশকুড়ার সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি। পাল্টা প্রশ্ন তুলেছে শাসক দল। কোলাঘাট থানার পুলিশ গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, ঘণ্টা দেড়েক পর অবরোধ ওঠে। সংঘর্ষে আহত দের চিকিৎসা চলছে হাসপাতালে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ছাত্র-সংঘর্ষে রণক্ষেত্র হুগলি, পূর্ব মেদিনীপুরের একাধিক কলেজ, বোমাবাজি, পাল্টা লাঠি-কাঁদানে গ্যাস পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2017 06:44 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -