গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: করোনাকালে রাজ্যে বাতিল হয়ে গেছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রও। তবে, দু’টি ফাইনাল পরীক্ষাই হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল কর্তৃপক্ষ।


বুধবার বিশ্বভারতীর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-এর পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি ডিগ্রি অর্থাত্‍ দ্বাদশের ফাইনাল ও স্কুল সার্টিফিকেট অর্থাত্‍ দশমের ফাইনাল পরীক্ষা হবে। ৫ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে। জুম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অডিও ভিস্যুয়াল মাধ্যমে। 


করোনাকালে দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রেক্ষিতে বিশ্বভারতীতেও দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিলের জন্য ইমেলে আবেদন জানিয়েছিল পড়ুয়াদের একাংশ। 


এনিয়ে বুধবার বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্যের নেতৃতবে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল, রেজিস্ট্রার, প্রোক্টর, ডিন সহ অন্যান্য আধিকারিকরা। 


সেখানেই পড়ুয়াদের একাংশের পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে, কর্তৃপক্ষ জানায় পরীক্ষা হবে অনলাইনে। জারি হয় বিজ্ঞপ্তি। 


যদিও কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রাক্তনীদের একাংশ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, মৌখিক পরীক্ষা নিয়ে কি ফল হবে সেটা আমার জানা নেই , মৌখিক পরীক্ষা নিয়ে আমার সন্দেহ আছে । এই রসিকতা টা না করলেই ভালো হতো । ছাত্র-ছাত্রীরা নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত তাই তারা পরীক্ষা বাতিলের জন্য জানিয়েছে। আসলে পরীক্ষাটা কিছু দিন পিছিয়ে করলেই ভালো হতো।


বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য  সবুজকলি সেন বলেন, যে পথে দেশ যাচ্ছে সেই পথে বিশ্বভারতী যাচ্ছে না তার মানে একটা বিতর্ক জায়গা তৈরি করছে । যদি বিশ্বভারতী তে পরীক্ষা হয় পরীক্ষা নিবে যারা শিক্ষক যেটুকু পড়িয়েছে সেটুকুই পরীক্ষা হবে। সেখানে কিছু ছাত্র ছাত্রী সুবিধা হবে । তবে আবেদন করেছে পরীক্ষা বাতিলের ওদের মানসিক কথা ভেবেই পরীক্ষা বাতিল করলেই ভালো।


তবে, পরীক্ষার পক্ষে সায় দিয়েছে বেশ কিছু পড়ুয়া। একজন জানিয়েছে, গত এক বছর ধরে কোন মূল্যায়ন হয়নি , আমরা চাইছি মূল্যায়ন হক । ছাত্র-ছাত্রীদের মানসিক এই মুহূর্তে অবস্থা সমস্ত শিক্ষক অভিভাবক সিদ্ধান্ত নিয়েই সেটা করা ভালো।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার নির্ঘণ্ট, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে।