সমীরণ পাল, বনগাঁ: বাংলার নির্বাচনে অন্যতম ফ্যাক্টর মতুয়া ভোট। যে ভোটের অনেকটাই এখন বিজেপির দিকে ঝুঁকে। এই প্রেক্ষাপটে ৯ ডিসেম্বর মতুয়া প্রভাবিত উত্তর ২৪ পরগনায় বনগাঁর গোপালনগর হাইস্কুলের মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। বনগাঁ লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি ৬টিতেই এগিয়ে। ১টিতে এগিয়ে তৃণমূল। এই প্রেক্ষাপটে বনগাঁয় তৃণমূল নেত্রীর সভা ঘিরে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি নেতা বিশ্বজিৎ দাসের দাবি, ‘দিলীপ ঘোষের সভায় ভিড় দেখে ভয় পেয়ে গেছে তৃণমূল। তাই তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে সভা করতে আসতে হচ্ছে।’ পাল্টা তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনার কোঅর্ডিনেটর গোপাল শেঠ বলেছেন, ‘সামনে বিধানসভা ভোট। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আমাদের নেত্রী আসছেন। বিজেপি যেসব কথা বলছে তা ভিত্তিহীন।’ রাজ্যে মতুয়া গোষ্ঠীভুক্ত ব্যক্তির সংখ্যা ৩ কোটিরও বেশি। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মালদার একাংশ মিলিয়ে রাজ্যে অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সম্প্রতি বঙ্গ সফরে এসে মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন অমিত শাহ। উল্টোদিকে উদ্বাস্তুদের জন্য পাট্টা, মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাই মতুয়া মন পেতে মরিয়া সবপক্ষই।