কলকাতা: মধ্য চৈত্রেই প্রখর গ্রীষ্ম। বৃহস্পতিবার থেকেই পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে তাপপ্রবাহ। আজও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান শিল্পাঞ্চল-সহ ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। গতকাল রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। আজ সকাল থেকে কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বেলা বাড়লে  চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।