কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। প্রকাশিত হল না মেধাতালিকা। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংসদ সভাপতি মহুয়া দাস। তিনি জানান মোট পাসের হার ৯৭.৬৯ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৭.৭। প্রায় সমান পাসের হার মেয়েদের। রাজ্যের সব জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। ৬০ শতাংশের বেশি অর্থাৎ প্রথম বিভাগে পাস করেছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন। যা আগের বছর তুলনায় কম। কলা বিভাগে পাসের হার ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.২৮ শতাংশ, বাণিজ্য বিভাগে পাসের হার ৯৯.৮ শতাংশ। প্রথম দশে আছেন ৮৬ জন। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯। 


এদিন সংসদ সভানেত্রী মহুয়া দাস বলেন, সংসদের ইতিহাসে এই প্রথমবার এককভাবে সর্বোচ্চ ৪৯৯ পেয়েছেন এক ছাত্রী। মহুয়া দাস জানিয়েছেন, ওই ছাত্রী মুর্শিদাবাদের বাসিন্দা। আজ বিকেল ৪টে থেকে রেজাল্ট দেখা যাবে wb12.abplive.com ওয়েবসাইটে। সংসদ সভানেত্রী জানান, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সম্পূর্ণ মার্কশিটের প্রতিলিপি দেখা যাবে। আগামীকাল সংসদের বেলা ১১টা থেকে ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে। সংসদ কেন্দ্র থেকে বিদ্যালয়ের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন। 


করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। ৭ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। সেই মতো আজ ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।এদিন সংসদ সভাপতি মহুয়া দাস আরও জানান, সংখ্যালঘুদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ, তফসিলি জাতি-উপজাতিদের পাসের হার ৯৭.৩৩ শতাংশ। ৯০ থেকে ১০০ শতাংশ পেয়েছেন ৯ হাজার ১৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৪৯ হাজার ৩৭০ জন পড়ুয়া। সংসদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ২ অগাস্ট-১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলে ভর্তি করতে হবে পড়ুয়াদের। ১৬ অগাস্ট-৩১ অগাস্টের মধ্যে ভর্তি করতে হবে অন্য স্কুলের পড়ুয়াদের।