WB Corona LIVE: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ ১৮ হাজার ২৪৩ জন

West Bengal Coronavirus LIVE Updates: আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দির>

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 May 2021 10:11 PM

প্রেক্ষাপট

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। সর্বকালীন রেকর্ড ভেঙে একদিনে আক্রান্তর সংখ্যা ছাড়াল ১৯ হাজার। টানা চারদিন রাজ্যে মৃত্যু একশোরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, পজিটিভিটি হারের নিরিখে গোটা দেশে এখন চতুর্থস্থানে...More

WB Corona LIVE Updates: গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধ জয় করেছেন ১৮ হাজার ২৪৩ জন

গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধ জয় করেছেন ১৮ হাজার ২৪৩ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনাকে জয় করা রাজ্যবাসীর শতকরা হার ৮৫.৮৯ শতাংশ।