ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: দুর্গাপুজোর আগে খুঁটিপুজো দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। তাই বলে কোনও জনসভাকে কেন্দ্র করে খুঁটিপুজো। শনিবার শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কাঁথির শান্তিকুঞ্জ, অর্থাৎ অধিকারী বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে মারিশদার দুরমুটে হবে অভিষেকের সভা। প্রস্তুতি তুঙ্গে, মঞ্চ তৈরির আগে খুঁটিপুজো করলেন তৃণমূলের নেতা-কর্মীরা।
হাইভোল্টেজ সভার আগে শুক্রবার খুঁটিপুজো করে সোশাল মিডিয়ায় প্রচারও শুরু করে দিল তৃণমূল। বিজেপিতে যোগ দেওয়ার প্রতিটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সভার আগে খুঁটিপুজো নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড় দিয়েছে বিজেপি। কণিষ্ক পণ্ডা বলেন, আমরা খুঁটি পুজো পর মণ্ডপ প্রতিষ্ঠার জন্য, ঠাকুর আসবে বলে খুঁটিকে নারায়ণ রূপে পুজো করি, বুঝতে পারছি না কী কারণে পুজো হচ্ছে।
পাল্টা জবাব দিয়েছে শাসক দল। কাঁথির তৃণমূল নেতা প্রদীপ গায়েন বলেন, আমরা দল ও দলনেতাকে ভালবাসি, রীতি মেনে যাতে অনুষ্ঠান হয় তার জন্য খুঁটি পুজো করেছি, এই নিয়ে কে কী বলল তা নিয়ে মাথাব্যথা নেই।
অধিকারী গড়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা নিয়ে কৌতুহল বাড়ছে জেলা রাজনীতিতে।
এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাঠানো আইনি নোটিসের জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের বিরুদ্ধে তাঁর মানহানির অভিযোগ তুলে গতকাল আইনি নোটিস পাঠিয়েছিলেন শুভেন্দু। সেই নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আজ অভিষেক কড়া জবাব দিয়ে আইনি চিঠি পাঠিয়েছেন শুভেন্দুকে।
সূত্রের খবর, জবাবি চিঠিতে অভিষেক জানিয়েছেন, তিনি শুভেন্দু সম্পর্কে যা বলেছেন, তা সঠিক।