কলকাতা: এবার তৃণমূল ছাড়তে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়।তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে  হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, ‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব। শুধুমাত্র প্রচারের জন্য নয়, কাজের জন্য যাব। ভোট এলে শুধুই বলা হয় এখানে যাও, ওখানে যাও।ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায় না।এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি।বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’

উল্লেখ্য, ভোটের আগে রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর ঢল নেমেছে। বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ ইতিমধ্যেই গৈরিক শিবিরে নাম লিখিয়েছেন। শনিবারও চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিয়েছেন  রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ-সহ ৬ জন।এই নিয়ে তৃণমূলের দাবি, দলবদলের প্রভাব পড়বে না ভোটবাক্সে।

শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়। এভাবে তৃণমূলের আরও এক হেভিওয়েটকে দলে টানল বিজেপি!তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন দুই বিধায়ক বৈশালী ডালমিয়া ও প্রবীর ঘোষাল।অভিনেতা রুদ্রনীল ঘোষ,হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং রানাঘাট পুরসভার অপসারিত পুর-প্রশাসক ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

এরইমধ্যে বেসুরো গাইলেন হিরণ। তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। উল্লেখ্য, এর আগে সিনেমা অভিনেত্রী তথা বোলপুরের সাংসদ শতাব্দী রায়ও দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু দলীয় নেতৃত্বের তৎপরতায় শতাব্দীর ক্ষোভ প্রশমিত হয়েছে। এবার হিরণ কী করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এদিন হাওড়ার ডুমুরজলার সভায় বিজেপিতে সামিল হতে পারেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ তারকা। বিজেপি সূত্রে ও অন্যান্য সূত্রে এমনটাই খবর। সেইসঙ্গে হাওড়ারও বেশ কয়েকজন নেতাও গেরুয়া শিবিরে ভিড়তে পারেন।

এই পরিস্থিতিতে আজকের বিজেপির সভায় কোন কোনও সিনে তারকা যোগ দেন সেদিকে নজর রয়েছে। এরমধ্যে হিরণ ক্ষোভ প্রকাশ করে জল্পনা বাড়িয়েছেন। তিনিও বিজেপিতে যোগ দেবেন কিনা, সে ব্যাপারে এখনও খোলসা করেননি তিনি। তবে জল্পনা জিইয়ে রেখেছেন।