মালদা: আজ সকালেই কলকাতা থেকে মালদা পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি। ইংরেজবাজার থেকে যান সাহাপুরে। সেখানে তিনি বক্তৃতা দেন। কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারেন কৃষকদের সঙ্গে। সবশেষে, ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে। নাড্ডার বক্তব্য জুড়েই আজ ছিল কৃষকদের কথা। প্রত্যয়ী গলায় তাঁর দাবি, 'ভোটে মমতা সরকার বিদায় নেবে, টা টা করুন। আপনাকে নমস্কার জানিয়ে বিদায় জানাতে তৈরি রাজ্যের মানুষ। '
আরও যা যা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তা হল -
- ৩৫ লক্ষ কৃষক সুরক্ষা অভিযানে যুক্ত, ৩৩ হাজার গ্রামে আমরা পৌঁছেছি। রাজ্যে মমতাদির সরকার অন্যায় করেছে।
- মোদিজি ৬ হাজার টাকা প্রকল্পের মারফত দিয়েছিলেন। কৃষক সম্মাননিধি কেন্দ্র দিলেও, জেদের বশে তা নেননি মমতাদি।
- বাংলার ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে, এখন আফশোস করে লাভ নেই।
-পাখি এখন উড়ে গিয়েছে। সব জায়গায় শুনছি জয় শ্রীরাম, মমতাদির রাগ হচ্ছে কেন
- দেশে ২৫ নম্বর রাজ্য পশ্চিমবঙ্গ। আত্মনির্ভরতার নামে ১ লক্ষ কোটি দিয়েছে মোদি সরকার।
- ভোটে মমতা সরকার বিদায় নেবে, টা টা করুন। আপনাকে নমস্কার জানিয়ে বিদায় জানাতে তৈরি রাজ্যের মানুষ।
- রাজ্যে ৬৬৫ কিমি হাইওয়ে তৈরি হচ্ছে। এর ফলে কৃষকদের উন্নতি হবে। বাংলায় পদ্ম ফুটলে, উন্নতি হবেই।
বক্তৃতার পর কৃষকদের সঙ্গে একই পংক্তিতে বসে ভোজন সারেন জেপি নাড্ডা। খিচুড়ি, সবজি খান তৃপ্ত মুখে। কথা বলেন এবিপি আনন্দের সঙ্গে।
আজ জে পি নাড্ডার রোড শোয়ের আগে মালদার ইংরেজবাজারে সরানো হয় বিজেপির কাট আউট, ফ্লেক্স। লাগানো হল তৃণমূলের পোস্টার। এই ঘটনায় ২ নাবালককে আটক করেছে পুলিশ। আজ ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার আগে গোটা এলাকা জে পি নাড্ডার কাট আউট ও বিজেপির পোস্টারে সাজানো হয়। অভিযোগ, গতকাল রাতে সেই কাট আউট ও পোস্টার খুলে তৃণমূলের পোস্টার লাগানো হয়। এর নেপথ্যে তৃণমূল রয়েছে বলে দাবি করে গেরুয়া শিবির। পাল্টা শাসকদলের দাবি, অশান্তি সৃষ্টির জন্য বিজেপিই ষড়যন্ত্র করে এই কাজ করেছে।
Nadda Bengal Visit: এবার বিদায় মমতা সরকারের, বলুন টা টা : নাড্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 01:12 PM (IST)
'৩৫ লক্ষ কৃষক সুরক্ষা অভিযানে যুক্ত, ৩৩ হাজার গ্রামে আমরা পৌঁছেছি। রাজ্যে মমতাদির সরকার অন্যায় করেছে।'
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -