বালুরঘাট : রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ । মঙ্গলবারের হিসেব অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় রাজ্যে প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ।করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে সারাদেশ । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কাঠগড়ায় দাঁড় করালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । আজ বালুরঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন , এই করোনা পরিস্থিতি মানুষের তৈরি নয়, মোদির তৈরি। মমতার তোপ, 'ভোট প্রচারের জন্য বারবার বাইরের রাজ্য থেকে লোকজন এসেছে এই রাজ্যে । আর করোনা ছড়িয়ে দিয়ে চলে গেছে । আবারও রাজ্যের করোনা পরিস্থিতি জন্য বহিরাগতদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী । তিনি বললেন, বিভিন্ন সময় সভা করার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির নেতারা দিল্লি থেকে এসেছেন । তাঁদের সঙ্গে এসেছেন বাইরের লোকেরা এবং এঁদের মাধ্যমে আরও বেশি করে ছড়িয়েছে ভাইরাস ।
মুখ্যমন্ত্রী বললেন এই পরিস্থিতি ম্যান মেড নয় মোদি মেড । বালুরঘাটের সভা থেকে কেন্দ্রকে ভ্যাকসিন নিয়েও একহাত নেন মুখ্যমন্ত্রী । এরপর মালদায় সাংবাদিক বৈঠকে আবারও একবার ভ্যাকসিন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং জানান কীভাবে করোনা পরিস্থিতিতে কোমর বেঁধে নেমেছে রাজ্য । তিনি আরও বলেন, ১০০ কোটি টাকা ভ্যাকসিন কেনার জন্য ফান্ড তৈরি আছে রাজ্যের।এ রাজ্যে ৯৩ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। ২.৫ পরিবারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আরও ১ কোটি ভ্যাকসিন চেয়েছি দ্রুত সরবরাহের জন্য । বাজার থেকেও ভ্যাকসিন কেনার ভাবনা আছে রাজ্যের '
আবারও কেন্দ্রকে ঠুকে মমতা বলেন, 'নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী, পর্যবেক্ষক ও বিজেপির প্রচুর লোক এখানে বসে আছে । করোনাবিধি মানার জন্য নতুন ধারা সংযোজন করতে বলেছি। মাস্ক রাজ্য সরকারই বিলি করেছে। আট দফায় ভোট করে সমস্যা বেড়েছে । আমি তো চেয়েছিলাম দ্রুত সব কিছু যাতে শেষ হয়ে যায়'