WB Election 2021 Live Updates: তৃণমূলে দমবন্ধ পরিস্থিতি, আত্মসমালোচনা করা উচিত, মন্তব্য শোভনের

দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে বিজেপি নেতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jan 2021 10:03 PM
প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হয়েছে। বহিরাগত বলতে কাদের বোঝায়? আজ নির্দিষ্ট কর্মসূচি নিয়ে বৈঠক। সবাইকে নিয়েই চলতে হবে। হাতে হাত ধরে কাজ করতে হবে। নাড্ডার কনভয়ে হামলা অভিপ্রেত নয়। যে ডালে বসছে, সেই ডাল কাটছে। কালকের মিছিলে থাকব, বৈশাখীও থাকবে। তৃণমূলের পা ঢাকা দিতে গিয়ে মাথা বেরিয়ে পড়ছে। যাঁরা সংগ্রাম করে তৃণমূলের প্রতিষ্ঠা করেছিলেন, সেই মুকুল রায় থাকতে পারলেন না তৃণমূলে। তৃণমূলে দমবন্ধ পরিস্থিতি। তৃণমূলের আত্মসমালোচনা করা উচিত। বিজেপির বৈঠক শেষে জানালেন শোভন চট্টোপাধ্যায়।
২৪ ঘণ্টা আগে তাঁদের বাড়ি থেকে কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করেছিলেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি। রবিবার তাঁদেরই দেখা গেল কাটোয়ার তৃণমূল বিধায়কের পাশে। বলতে শোনা গেল, তৃণমূলের পাশে আছি। বিজেপি দাবি করেছে, জোর করে তৃণমূলের সমর্থক বলানো হয়েছে।
শুভেন্দুর উচিত সাবধান হয়ে যাওয়া। ২০২৪ এর পর শুভেন্দুর বিরুদ্ধে বন্ধ হয়ে যাওয়া সব ফাইল একটা একটা করে খুলবে। হুঁশিয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের।
রাজ্যে শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে। নেপথ্যে হাত রয়েছে ভাইপোর। পুরুলিয়ার জনসভায় অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।
কাল কলকাতায় বিজেপির মিছিলে হাঁটবেন শোভন-বৈশাখী। আজ হেস্টিংসে বিজেপির অফিসে পৌঁছলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
কারচুপি, ব্যালট বদল করে পুরুলিয়া জেলা পরিষদ দখল তৃণমূলের। বিধানসভায় ৯-০ হবে। আক্রমণ শুভেন্দু অধিকারীর। দায়িত্বে ছিল শুভেন্দুই, কালি ওকেও মাখতে হবে। পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক।
মোদি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে বেহালায় তারক সিংহের নেতৃত্বে তৃণমূলের মিছিল। জেমস লং সরণীতে সৌমিত্র খাঁর নেতৃত্বে সরণিতে বিজেপির বাইক মিছিল।
‘বাংলার মানুষ তৃণমূলকেই চান। মোদি সরকারের কৃষি আইন কৃষক বিরোধী। মমতার সরকার মানুষের জন্য। মমতার সরকার কৃষকের জন্য, শ্রমিকের জন্য। বাংলার সংস্কৃতি যাঁরা জানেন না, তাঁরা বহিরাগত। কার্জন গেট থেকে বিজেপির গাড্ডা খুঁড়ে দিয়েছি।’ মন্তব্য তৃণমূল নেতা ও অভিনেতা সোহমের।
পুরুলিয়া জেলা পরিষদ জোর করে দখল করেছিল তৃণমূল। বিধানসভা ভোটে পুরুলিয়ার ৯টা আসনই জিতবে বিজেপি। হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
গতকাল বর্ধমানে নাড্ডার শক্তি প্রদর্শনের পর আজ পাল্টা মিছিল তৃণমূলের। টাউন হল থেকে গোলাপ বাগ পর্যন্ত রোড শো রাজ্যের শাসকদলের। কর্মসূচিতে রয়েছেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী।
WB Election 2021 LIVE: পুরুলিয়ায় মিছিল শুভেন্দুর, করবেন পথসভাও




দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। আজ কাশীপুরের ন’পাড়া পেট্রোল পাম্প থেকে হাটতলা পর্যন্ত মিছিল করবেন তিনি। এরপর শুভেন্দুর একটি পথসভা করার কথা রয়েছে।
WB Election 2021 LIVE: শক্তিগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত দু’পক্ষের ৭




নাড্ডার পাল্টা তৃণমূলের মিছিলের আগেই উত্তেজনা। শক্তিগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে আহত দু’পক্ষের ৭। ‘বর্ধমানে তৃণমূলের মিছিলে যেতে বিজেপি কর্মীদের হুমকি, রাজি না হওয়ায় হামলা’ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। মিছিলের প্রস্তুতির সময় হামলা বিজেপির, পাল্টা তৃণমূল।
WB Election 2021 LIVE: নিজের এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যের




একুশের ভোটের প্রস্তুতিতে এলাকায় জনসংযোগ কর্মসূচি বামেদের। রবিবার সকালে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি যান সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। কথা বলেন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে। বিধায়ককে সামনে পেয়ে অভাব-অভিযোগের কথা জানান বাসিন্দারা।
WB Election 2021 LIVE: কেশপুরে তৃণমূলের ২টো পার্টি অফিস ভাঙচুর, আরও একটিতে আগুন, অভিযুক্ত বিজেপি




পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের ২টো পার্টি অফিস ভাঙচুর, আরও একটিতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, আনন্দপুর থানার বনকাটি গ্রামে তাদের এক কর্মীকে মারধর করে তৃণমূল কর্মীরা। দু পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।
WB Election 2021 LIVE: আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে চন্দ্রকোণায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ




আর নয় অন্যায় কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির অভিযোগ, কর্মসূচি সেরে ফেরার পথে, তাদের ৫ কর্মীকে মারধর করে তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় বাইক। আহত হন এক বিজেপি কর্মী। তৃণমূলের পাল্টা অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময়, আক্রান্ত হন তাদের এক কর্মী। বিজেপিই হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়ানোয় রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।
WB Election 2021 LIVE: '২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি', হুঙ্কার জে পি নাড্ডার, '৯৯ পেরোবে না', কটাক্ষ তৃণমূলের




২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। বাংলায় এসে ফের হুঙ্কার জে পি নাড্ডার। তৃণমূলের কটাক্ষ, রাজ্যে ৯৯ পেরোবে না বিজেপির আসন সংখ্যা। বাংলার সংস্কৃতির বাহক কারা? এই প্রশ্নেও তুঙ্গে উঠেছে দু’পক্ষের তরজা।
WB Election 2021 LIVE: 'পদের লোভেই বিজেপিতে যোগ দিয়েছেন', শুভেন্দুকে ফের আক্রমণ কল্যাণের




ব্যারাকপুরে দলীয় সভা থেকে ফের শুভেন্দু অধিকারীকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের কটাক্ষ, পদের লোভেই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন পরিবহণমন্ত্রীর জনভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।
অমিত শাহ-র সঙ্গে বৈঠকের আগে আজ সকালে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় দু’জনের। যদিও, এ প্রসঙ্গে রাজ্যপালের প্রতিক্রিয়া, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। বি এল সন্তোষকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি।
অমিত শাহ-র সঙ্গে বৈঠকের আগে আজ সকালে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় দু’জনের। যদিও, এ প্রসঙ্গে রাজ্যপালের প্রতিক্রিয়া, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। বি এল সন্তোষকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি।
‘আমি রাজনীতি করতে আসিনি। সংবিধান রক্ষা করা আমার দায়িত্ব। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাটা চ্যালেঞ্জের। কে কেন কোর্টে যাবেন, তা কেন জানতে চাইবে পুলিশ? বাংলায় পঞ্চায়েত নির্বাচন অবাধ হয়নি। মুখ্যমন্ত্রী ও আমার মাঝে টেনশন আছে, এমন কিছু জানা নেই। রবীন্দ্রনাথ বলেছিলেন, উচ্চ যেথা শির, চিত্ত যেথা ভয় শূন্য...কিন্তু বাংলায় এখন শুধুই ভয়ের পরিবেশ। ডায়মন্ড হারবারের সাংসদের বেশ প্রভাব আছে। সেখানকার প্রশাসন প্রোটোকল মানে না। যাঁরা প্রোটোকল মানেন না, তাঁদের জবাবদিহি করতে হবে।’
উত্তরপ্রদেশের বদায়ুঁ কাণ্ডের প্রতিবাদে সরব তৃণমূল। মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূলের অবস্থান। হাতে মোমবাতি, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ। প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরাও।
আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। নাড্ডার ডায়মন্ড হারবার সফরের সময় যে ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হলে বিজেপি বুঝে নেবে। মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র।
আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। নাড্ডার ডায়মন্ড হারবার সফরের সময় যে ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হলে বিজেপি বুঝে নেবে। মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র।
নাড্ডার বর্ধমান সফরসূচিতে কিছুটা রদবদল। কাটোয়া থেকে বর্ধমানে পৌঁছনোর পর দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও, প্রথমেই তিনি রোড শোয়ে যোগ দিতে যান। ক্লক টাওয়ারের সামনে থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো। এরপর সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো দেবেন জেপি নাড্ডা। সেখান থেকে যাবেন সিন ক্লেয়ার রিসর্টে যাবেন জে পি নাড্ডা। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত কর্মসূচি শেষে কপ্টারে অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির।
জেপি নাড্ডা না খাওয়া পর্যন্ত উপোস করে ছিলাম। সবকিছু তৃপ্তি করে খেয়েছেন তিনি। চাই আবার আসুন তিনি। বললেন কাটোয়ার জগদানন্দপুরের মথুরা মণ্ডল।
কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকেও রফাসূত্র অধরা। এই পরিস্থিতিতে আজ বঙ্গ সফরে এসে কৃষক সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন তিনি। মেনুতে ছিল ভাত, লেবু, শাক, বেগুন ভাজা, আলুভাজা, পাঁচমিশালি তরকারি, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, চাটনি ও পায়েস।
কৃষকবাড়িতে গিয়ে গোয়াল ঘরে ঢুকে পড়েন Nadda
কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে বেরোলেন J P Nadda
কর্মসূচির ফাঁকেই, কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে দুপুরে খাবেন জেপি নাড্ডা।
মধ্যাহ্নভোজের মেনুতে থাকার কথা : ভাত,
লেবু,
শাক,
বেগুন ভাজা,
আলুভাজা,
পাঁচমিশালি তরকারি
সবজি দিয়ে ডাল,
ফুলকপির তরকারি,
চাটনি,
পায়েস
কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে শস্য সংগ্রহ করলেন J P Nadda. এরপর কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজ করবেন নাড্ডা। নাড্ডার যাত্রাপথে বারবার জয় শ্রীরাম ধ্বনি।
'পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার। ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। ৩ কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে। কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ। বাংলায় জলের অভাব নেই, তবু সেচ হয় এমন জমি কম। ৪ কোটি ৬৭ লক্ষ রাজ্যের মানুষকে স্বাস্থ্যবিমা নিতে দেননি মমতা। আয়ুষ্মান প্রকল্পে এই সুবিধা দিয়েছিল মোদি সরকার’
‘মোদির দেওয়া প্রকল্পের নামও চুরি করেন মুখ্যমন্ত্রী। নাম বদলে দিয়ে মোদির গ্রহণযোগ্যতা কমানো যাবে না’: নাড্ডা
‘কোভিডের সময় কেন্দ্রের দেওয়া রেশন চুরি করেছেন তৃণমূল নেতারা । তৃণমূল মানে চাল চোর, ত্রিপল চোর। চোরেদের বাঁচাতে আদালতে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সময় বলেন হবে না, মে মাসের পর রাজ্যে সব কিছু হবে’, মন্তব্য নাড্ডার
'কৃষকের সার্বিক উন্নয়নের জন্য BJP বাংলার কৃষকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ' - কর্মীদের শপথবাক্য পাঠ করালেন দিলীপ ঘোষ।
'পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার। ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। ৩ কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে। কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ। বাংলায় জলের অভাব নেই, তবু সেচ হয় এমন জমি কম। ৪ কোটি ৬৭ লক্ষ রাজ্যের মানুষকে স্বাস্থ্যবিমা নিতে দেননি মমতা। আয়ুষ্মান প্রকল্পে এই সুবিধা দিয়েছিল মোদি সরকার’ বললেন JP Nadda
নাড্ডার বক্তব্য এক নজরে:
‘পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার’
জগদানন্দপুরে নাড্ডাকে শাল দিয়ে বরণ সাংসদ সুনীল মণ্ডলের। 'কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি'র সূচনা। কৃষক প্রতিনিধিরা তুলে দিলেন মুঠো ভরে অন্ন।
কাটোয়ায় জগদানন্দপুরে পুজো দিতে যাবেন জে পি নাড্ডা। আর কিছুক্ষণ পরেই সভা।
কাটোয়ায় রাধাগোবিন্দ মন্দিরে জে পি নাড্ডা। পৌঁছলেন রাহুল সিনহা। কৈলাস বিজয়বর্গীয়ও।
'প্রায় ৪০ জন তৃণমূল হেভিওয়েট নেতা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে', জানালেন কৈলাস বিজয়বর্গীয়
ডায়মন্ডহারবারে যাওয়ার সময় নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। সেই হামলার কথা টেনেই রাহুল সিনহা বলেন, 'আমরা হামলায় ভীত নই। সিপিএমের পথেই হাঁটছে বাংলা। নিজেদের বিনাশের বীজ বপন করছে।'
আর কিছুক্ষণের মধ্যেই রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছবেন জে পি নাড্ডা। উপচে পড়ছে ভিড়।
অন্ডালে পৌঁছালেন নাড্ডা। রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয় বাজালেন ঢাক।
বাড়িতে খাবেন নাড্ডা। নিজে হাতে রাঁধছেন কৃষক বধূ।
বাড়িতে খাবেন নাড্ডা। নিজে হাতে রাঁধছেন কৃষক বধূ।
অন্ডালে পৌঁছালেন দিলীপ। ঢাক নিয়ে নাড্ডার অপেক্ষায় সমর্থকরা। রাহুল সিনহার হাতে ঢাকের কাঠি। ময়দানে আদিবাসী নাচ। তৈরি সভামঞ্চ।
জঙ্গলমহলে গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন অমিত শাহ।

বাগুইআটি-তে মতুয়া পরিবারের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন।

এবার পূর্ব বর্ধমানে কৃষকের ঘরে খাবেন বিজেপির কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা।
কাটোয়ার মুস্থূলী গ্রামে জে পি নাড্ডার সভামঞ্চের চারপাশ মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়। সেখানে হিন্দিতে লেখা পোস্টার লাগানো হয়েছে। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেটা ভিন্ রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বোঝাতেই হিন্দিতে পোস্টার লাগানোর সিদ্ধান্ত। বিজেপি জেলা সভাপতির পাল্টা কটাক্ষ, বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানাতেই হিন্দিতে পোস্টার লাগিয়েছেন তৃণমূল কর্মীরা।
হাড় কাঁপানো ঠান্ডায় রাজধানীর রাজপথে রাত জাগছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকেও রফাসূত্র অধরা। এই পরিস্থিতিতে আজ বঙ্গ সফরে এসে কৃষক সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। জে পি নাড্ডার জন্য নিজে হাতে রান্না করবেন কৃষকের স্ত্রী। সূত্রের খবর, মেনুতে থাকছে, ভাত, লেবু, শাক, বেগুন ভাজা, আলুভাজা, পাঁচমিশালি তরকারি, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, চাটনি ও পায়েস।
আজ রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন তিনি। দুপুরে খাবেন কৃষক পরিবারে। বর্ধমানে করবেন রোড শো। জে পি নাড্ডার কর্মসূচি উপলক্ষ্যে পদ্ম-পতাকায় ছয়লাপ বর্ধমান শহর। রাস্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতির বড় বড় কাটআউট। চারদিকে ফ্লেক্স-ফেস্টুন লাগানো হয়েছে। এরইমধ্যে কাটোয়াজুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা

প্রেক্ষাপট

কলকাতা: ক্যালেন্ডারে ২০২১। 


আর কয়েক মাস পরই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ! শনিবার যার আঁচ মিলল বিজেপির সর্বভারতীয় সভাপতির একদিনের বঙ্গ সফর ঘিরে।


 


কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ, জনসভা-- একের পর এক কর্মসূচি থেকে এদিন তৃণমূলের বিরুদ্ধে একাধিক আক্রমণ শাণিয়েছেন জে পি নাড্ডা। 


 


এর আগে ১০ ডিসেম্বর ডায়মন্ডহারবারে সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতির কনভয়ে হামলার ঘটনা ঘটে। এরপর একটি অনুষ্ঠান থেকে বহিরাগত ইস্যুতে নাড্ডাকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


 


শনিবার সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন নাড্ডা। বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, আমার নামের আগে যা যা অলঙ্কার মমতা দিয়েছেন সেটা কি বাংলার কালচার? আমার কনভয়ে হামলা হল, সেটা কি বাংলার কালচার? বিজেপিই বাংলার কালচারের প্রকৃত বাহক।


 


কটাক্ষ করে সৌগত রায় বলেন, ওর নামের সঙ্গে কোনও অলঙ্কার জোড়া হয়নি। ওর নামের সঙ্গে চাড্ডাটা মেলে।আর চাড্ডা তো কোনও খারাপ কথা নয়। পঞ্জাবীদের একটা পদবি হল চাড্ডা। তবে কনভয়ে ইট ছোড়া না হলেই ভাল হত। আমরা বাংলার সংস্কৃতি কী জানি।


 


সম্প্রতি সিএএ ইস্যুতে বেসুরো হয়ে ওঠেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ড্যামেজ কন্ট্রোলে নেমে তাঁর সঙ্গে বৈঠক করে বিজেপি নেতৃত্ব। এদিন সেই সিএএ চালু নিয়ে আশ্বাস দেন বিজেপি সভাপতি। বলেন, সিএএ আমাদের প্রতিশ্রুটি। আমরা চালু করবই। 


 


পাল্টা সৌগত বলেন, দেড় বছর ধরে একই কথা। রুলই এখনও ঠিক করতে পারেনি। অসমে থমকে গেছে। মতুয়া ভোট পেতে এসব বলছে।


 


বাংলার ক্ষমতা দখলকে পাখির চোখ করেছে বিজেপি। ক্ষমতা নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল। আর যুযুধান দু’পক্ষের তরজায় ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির উত্তাপের পারদ!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.