কলকাতা : ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ও ইলেকশন কমিশনের নির্দেশ মাথায় রেখে আগামী সব নির্বাচনী সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ভার্চুয়াল হবে সভা। নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
মোদির পরে এবার ভোটের প্রচারে ভার্চুয়াল সভা মমতার । কমিশনের নিষেধাজ্ঞার পরেই সব সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী।
এবার শুধু ভার্চুয়ালি সভা, ট্যুইটে ঘোষণা তৃণমূলনেত্রীর । কবে-কোথায় ভার্চুয়াল সভা, পরে ঘোষণা, জানালেন মমতা।
আগেই করোনা সংক্রান্ত জরুরি বৈঠকের কথা বলে শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্য সফর বাতিল করেন। ভার্চুয়ালে বক্তৃতা দেবেন তিনি। কলকাতা, সিউড়ি, মালদা, মুর্শিদাবাদে ছিল মোদির সভা । বিকেল ৫টায় ভোটের প্রচারে ভার্চুয়াল সভা করবেন মোদি ।
এর আগে সব রোড শো, র্যালিতে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা। বাইক, সাইকেল র্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বোচ্চ ৫০০জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত র্যালির অনুমতিও বাতিল, জানিয়ে দিয়েছে কমিশন।
রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত।
ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। ৫৬ জনের মৃত্যু হল একদিনে। রাজ্যে সংক্রমণের তুলনায় কমল সুস্থতার হারও। সুস্থতার হার আরও কমে ৮৯ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু। অন্যদিকে উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনাতেও লাগামছাড়া সংক্রমণ।
অন্যদিকে, একদিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ লক্ষ! বিশ্বে যা কোনওদিন হয়নি, ভারতের বুকে তাই ঘটল! সেইসঙ্গে পরপর দু’দিন ২৪ ঘণ্টায় ২ হাজারের বেশি মৃত্যু হল এদেশে। মঙ্গলবার একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন।