কলকাতা: গতকাল রাজভবনে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে শুরু হল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। আজ ও কাল শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা। বিধানসভায় আজ দু’দফায় ১৪৩ জন বিধায়ক শপথ নেবেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শপথ নেবেন ৭৪ জন বিধায়ক। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামিকাল দু’দফায় শপথ নেবেন ১৪৮ জন বিধায়ক। বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। শনিবার একদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন। ওইদিন স্পিকার নির্বাচনের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে। করোনাবিধি মেনেই এদিন বিধায়কদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়। 


আজ সকালে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিধানসভায় হাজির হন মুখ্যমন্ত্রী। বিধানসভায় কিছুক্ষণ থাকার পর তিনি চলে যান নবান্নে।


এবারের বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জাঙ্গিপুর ও সামশেরগঞ্জ আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। তাছাড়া ফল প্রকাশিত হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়েছে। ফলে আজ ও কাল মোট ২৯১ জন বিধায়কের শপথ গ্রহণ করার কথা রয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ১৪৩ জন বিধায়কের শপথ গ্রহণ করার কথা। প্রথমার্ধে ৭৪ জনের শপথের পর দ্বিতীয়ার্ধে বাকি বিধায়কদের শপথ গ্রহণ করার কথা রয়েছে।


আজ সকালে শপথ গ্রহণ করেন পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল মাঝিরা। প্রথমবার বিধায়ক হওয়া রত্না চট্টোপাধ্যায়ও এদিন শপথ গ্রহণ করেন। রত্নার বাবা দুলাল দাসকেও শপথ গ্রহণ করতে দেখা যায়। বিজেপির কোনও বিধায়ক অবশ্য এদিন শপথ গ্রহণ করেননি। তাঁরা পরে শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।