সুনীত হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়: গতকালই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের নেতা-বিধায়করা। এরপরই 'মীরজাফর' অ্যাখ্যা দিয়ে দলত্যাগীদের বিরুদ্ধে পোস্টার পড়ল। কোথাও ছবির নীচে লেখা হল 'বিশ্বাসঘাতক'। তো কোথাও ছবিতে কালি লেপে দেওয়া হল। কোথাও আবার 'সুযোগসন্ধানী' অ্যাখ্যা দেওয়া হল।

হাওড়ার ডোমজুড়ের চামরাইলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে লেখা হল বিশ্বাসঘাতক। স্থানীয় তৃণমূল কর্মীরা গতকাল রাতে এলাকায় জড়ো হয়ে ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের ছবি নিয়ে বিক্ষোভ দেখান।


এনিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বনমন্ত্রী।


কোন্নগরের ধাড়সা মোড়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগালেন তৃণমূল কর্মীরা। তৃণমূলত্যাগী বিধায়ককে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে এলাকায় প্রতিবাদ মিছিল করেন তাঁরা।


রাস্তা ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছড়িয়ে এলাকা শুদ্ধ করা হয়। তৃণমূল কর্মীরা ফোনে বলছেন দলের চাপে এই কাজ করছেন, আসলে তাঁরা আমার সঙ্গেই আছেন, প্রতিক্রিয়া প্রবীর ঘোষালের।


আজ সকালে মধ্য হাওড়ার কাসুন্দিয়া রোডে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে সুযোগসন্ধানী অ্যাখ্যা দিয়ে পোস্টার দেখা যায়। তাঁর বাড়ির সামনেই হাওড়া নাগরিক সমাজের নামে লাগানো হয়েছে পোস্টারগুলি।


এনিয়ে রথীন চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।


প্রসঙ্গত, দিনভর নাটকীয় পট পরিবর্তনের পর শনিবার দিল্লিতে অমিত শাহর বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ-সহ ৬ জন।


শনিবার রুদ্রনীল ঘোষ বাদে বাকি পাঁচজনকে নিয়ে দিল্লি পৌঁছয় বিশেষ চার্টার্ড বিমান। সকলেই পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে।


সরকারিভাবে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বনমন্ত্রী ও ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের সদ্য অপসারিত পুর-প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।