কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের সফরে সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি।
জানা গিয়েছে, ৭ জানুয়ারি গঙ্গারামপুরে জনসভা করবেন অভিষেক। ৪ দিনের সফরে একাধিক কর্মীসভাও করবেন অভিষেক।
এর আগে ডিসেম্বরের মাঝামাঝি উত্তরপঙ্গ সফরে গিয়েছিলেন মমতা। জলপাইগুড়ি ও কোচবিহারে সভা একাধিক সভা করেন তৃণমূলনেত্রী।
জলপাইগুড়ির সভা থেকে বিজেপির উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি ভালয় খুব ভাল। হান্ড্রেড পারসেন্ট শান্ত লোক। আমি যখন প্রত্যাঘাত করব, কোটি কোটি গুণ্ডা এনে কিছু করতে পারবে না।
গত লোকসভা ভোটে যেখানে তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের আটটি আসনের সাতটিতেই জিতেছে বিজেপি।
অন্যদিকে, তৃণমূল উত্তরবঙ্গে একটিও আসনে জিততে পারেনি। উত্তরবঙ্গে বিজেপির ঝুলিতে যাওয়া এই লোকসভা আসনগুলি হল -- মালদা উত্তর, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ আসনটিতে জিতেছে কংগ্রেস।
লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফলের নিরিখেও তৃণমূল রীতিমতো ব্যাকফুটে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে ৩৭টিতে। আর তৃণমূল এগিয়ে মাত্র ১৩টি আসনে।
অথচ, ২০১৬ সালের বিধানসভা ভোটে ছবিটা ছিল একেবারে উল্টো। সেবার উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ২৪টিতে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল মাত্র ২টি আসনে।
মঙ্গলবার জলপাইগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে সেই প্রসঙ্গ। বলেন, লোকসভা ভোটে আমরা একটাও আসন পাইনি... বিধানসভা আসনে আমরা আপনাদের আশীর্বাদ চাই। কী অন্যায় করেছিলাম আমরা। বাইরে থেকে বিজেপি এসে নিয়ে গেল। এরা আরএসএস। রামকৃষ্ণ মিশন নয়, ভারত সেবাশ্রম নয়।
এরপর কোচবিহার থেকেও রণংদেহী মেজাজে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, রাাজনৈতিক যুদ্ধ করুন। গণতন্ত্রের যুদ্ধ করুন। জায়গা আপনারা ঠিক করুন। একদিকে আপনারা, একদিকে আমরা। আপনার সঙ্গে গুণ্ডা, আমার সঙ্গে মানুষ। লঙ্কায় গিয়ে রাবণ হয়েছে।
বিধানসভা ভোটের আগে চলতি সফরে, কোচবিহারে ফের তৃণমূলের পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা চালিয়েছেন তৃণমূলনেত্রী। বলেন, অনেক কাজ করে দেওয়া হয়েছে। এবার কোচবিহারে আমাদেরও কিছু চাওয়ার আছে। মা মাটি মানুষ প্রতারক হতে পারে না। আমরা বঞ্চনা, লাঞ্ছনা করতে পারি না। মিথ্যে কথা বলে ভোট নিই না। যা বলব, তাই করব।
আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী এবং এখন অভিষেকের উত্তরবঙ্গ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।