কলকাতা: এতদিন দেওয়া হত জুতো। এবার জুতোর পর স্কুলপড়ুয়াদের ব্যাগ ও খাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার সূচনা হবে শিক্ষক দিবসেই। কেন্দ্রের নির্দেশিকা খারিজ করে রাজ্য জানাল, শিক্ষক দিবস তারা পালন করবে নিজের মতো করে।
কেন্দ্র যখন শিক্ষক দিবস কীভাবে পালন করতে হবে, তা নিয়ে নির্দেশিকা পাঠাচ্ছে, তখন সেই দিনেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই প্রকল্পের সূচনা হবে বলে জানা গিয়েছে। ব্যাগ ও খাতা দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কেন্দ্র চায়, প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত প্রকল্পের প্রচারে স্কুলে স্কুলে রচনা ও আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হোক। এই মর্মে রাজ্যকে নির্দেশিকাও পাঠিয়েছে তারা। যদিও তৃণমূল সরকার এই নির্দেশিকা খারিজ করে জানিয়েছে, তারা এই দিনটি পালন করবে নিজের মতো করে।
শিক্ষামন্ত্রী বলেন, আগের মতোই হবে। মাল্যদান, আবৃত্তি, সম্মান জানানো, যেভাবে করে, সেই কাজ অব্যাহত থাকবে এবার। ৫ তারিখ একটায় নজরুল মঞ্চে সিএম প্রধান অতিথি। শিক্ষাবিদ, উপাচার্য, শিক্ষক, ছাত্র, স্কুলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই অনুষ্ঠানে স্কুল এবং কলেজের শিক্ষকদের সম্মান জানানো হবে। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মান জানানো হবে। শিক্ষকদের সার্টিফিকেটের পাশাপাশি দেওয়া হবে মেডেল।
অর্থাৎ পদে পদে এটা বুঝিয়ে দেওয়া যে, কেন্দ্রের বেঁধে দেওয়া পথে নয়, রাজ্য শিক্ষক দিবস পালন করছে তার স্বতন্ত্র ধারা মেনেই।
কেন্দ্রের নির্দেশিকা খারিজ, শিক্ষক দিবস নিজের মতো পালন করবে রাজ্য, এবার পড়ুয়াদের দেওয়া হবে ব্যাগ, খাতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 07:45 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -