সল্টলেকের সুকান্ত নগরে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার কিশোর ও তার মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Aug 2017 11:11 AM (IST)
কলকাতা: সল্টলেকের সুকান্ত নগরে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার এক কিশোর ও তার মা। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার সুকান্ত নগরের শান্তিনগরে বাড়ি থেকে কিছু দূরে এক চিকিত্সকের চেম্বারে যাচ্ছিল ওই নাবালিকা। ওই সময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত কিশোরের মা নির্যাতিতার মাকে হুমকিও দেয় বলে দাবি আত্মীয়দের। গতকাল এ নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত কিশোর ও তার মাকে গ্রেফতার করে পুলিশ।