কলকাতা: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, ‘সংশ্লিষ্ট পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলা এবং রাজ্যে দুধের জোগান বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমাদের আশা, এর ফলে রাজ্যে দুধের জোগান বাড়বে।’
স্বপন আরও বলেছেন, বাম আমলের তুলনায় তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দুধ উৎপাদন ১৬ শতাংশ বেড়েছে। তবে এখনও রাজ্যে দুধের ঘাটতি আছে। সেই কারণেই সরকার দুধের জোগান বাড়াতে চাইছে।
আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে গরু বিলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তবে মন্ত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে গরু বিলির কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, বীরভূম থেকে গরু বিলি শুরু হবে। প্রতিটি পরিবার একটি করে গরু পাবে।
পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের দেওয়া হবে গরু, সিদ্ধান্ত রাজ্য সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Nov 2017 05:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -