নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে গিয়েও আটকে গেল নির্বাচন কমিশন। ই-মনোনয়নের বিরুদ্ধে কমিশনের চ্যালেঞ্জ মামলায় একাধিক ‘ত্রুটি’ ধরা পড়ল।
কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। ই-মনোনয়ন সংক্রান্ত রায়ে স্থগিতাদেশ চেয়ে এদিন মামলা করে তারা। সেখানে কমিশন দাবি করে, ই-মনোনয়ন নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে, তা বেআইনি। আবেদনপত্রে অভিযোগ করা হয়, অনলাইনে মনোনয়ন নির্বাচনী আইনের পরিপন্থী। স্ক্রুটিনি ছাড়াই মনোনয়ন গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অধিকাংশ ক্ষেত্রেই অন্যের অ্যাকাউন্ট থেকে ই-মেল। প্রার্থীর বদলে অন্যের অ্যাকাউন্ট থেকে ই-মেল। সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন সওয়াল করে দাবি করে, আইন অনুযায়ী প্রার্থীদের সশরীরে হাজিরার কথা। কিন্তু, উচ্চ আদালত সেই নিয়ম না মেনে রায় দিয়েছে।
যদিও, শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে একাধিক ‘ত্রুটি’ ধরায়, আটকে যায় কমিশন। জানা গিয়েছে, কমিশনের আবেদনে ধরা পড়ে ৫টি ত্রুটি। আবেদনের ২৫২ নম্বর পাতায় নেই আদালতের নাম। শীর্ষ আদালত এদিন মামলাকারীকে প্রশ্ন করে, ২ পৃথক মামলায় কেন একটিই এসএলপি? শীর্ষ আদালত আরও জানায়, ২ মামলাতেই প্রয়োজন দু’পক্ষের মেমো। ওকালতনামাতেও রয়েছে গলদ।
এই প্রেক্ষিতে, আবেদনপত্রের ত্রুটি শুধরে দ্রুত শুনানির জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির জন্য আগামীকালই সুপ্রিম কোর্টে আবেদন করবে কমিশন। এদিকে, শীর্ষ আদালত যাতে একতরফা কোনও সিদ্ধান্ত না নিতে পারে, তার জন্য এদিন সকালেই আগাম ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি ও সিপিএম।