সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজও দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। এদিকে বৃষ্টি থেমেছে গতকাল বিকেলে। এখনও জলমগ্ন খিদিরপুরের একাংশে। অলিগলিতে জল। ডায়মন্ড হারবার রোডেরও কোনও কোনও জায়গাতেও জল জমে রয়েছে। বৃষ্টি হলেই এইসব এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল ঠেলেই যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে সংশ্লিষ্ট জায়গায় পাম্পের মাধ্যমে জল কমানোর কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 


বুধবারের বারবেলায় আচমকাই কলকাতার আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। গুরু গুরু মেঘে শুরু হয় গর্জন ঝেঁপে বৃষ্টি নামে। শুধু কলকাতাই নয়, হাওড়া থেকে হুগলি দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই এদিন দুপরের পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, এদিন, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তার জেরেই আচমকা আকাশ কালো করে এই বৃষ্টি নামে।


আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। তার জেরে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বুধবারের কয়েকঘণ্টার বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় জল জমে যায়। জম জমে যায় এসএসকেএম চত্বরে। একাধিক ওয়ার্ডে জল ঢুকে যায়। জল জমে যায় বিধানসভা চত্বরে। মহাত্মা গান্ধী রোড থেকে কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ। বিবাদি বাগ থেকে ধর্মতলা আবার পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ। একাধিক জায়গায় জল জমে যায়। জল জমে যায় পাতিপুকুর আন্ডারপাসে। 


কিন্তু এখনই যে বৃষ্টি থেকে নিস্তার মিলবে না তা স্পষ্ট হাওয়া অফিসের পূর্বাভাসেই। কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হতে পারে বৃষ্টি। এদিকে এখনউ জল জমে থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আজকের বৃষ্টির পর ফের জল বাড়বে কি না তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।