কলকাতা: পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা। আজ দুপুরে সূচি ঘোষণার কথা ছিল। কিন্তু, এদিন সকালে সূচি ঘোষণা স্থগিত রাখা হল। গঠন  করা হল বিশেষজ্ঞ কমিটির।।


রবিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। 


এরপরই, গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করা হবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে।


কিন্তু, এদিন সকালেই জানিয়ে দেওয়া হয় যে, আপাতত সূচি ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে  বিশেষজ্ঞ কমিটি।  


পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কীভাবে নেওয়া যাবে, যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে, সে সব বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি।  


শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষা  হলে তা কীভাবে হবে, না হলে কী পদ্ধতিতে মূল্যয়ন হবে, তা ঠিক করতে বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দিচ্ছে সরকার। ওই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দিতে হবে।  


জানা গিয়েছে, ওই বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন মাধ্যমিক পর্ষদ, উচ্চ মাধ্য়মিক সংসদের শীর্ষ পদাধিকারীরা, চিকিৎসক, মনোবিদ, শিশু-কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন।


সূত্রের খবর, প্রয়োজনে আরও দু’একজনকে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের।  রাজ্যে প্রায়  ১২ লক্ষ মাধ্যমিক ও ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যত্‍ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে।  


পড়ুয়াদের স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখে গতকালই বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশ ও আইএসসি পরীক্ষা।


মঙ্গলবার সিবিএসই সংক্রান্ত রিভিউ মিটিংয়ের পর প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অনেক আলোচনা ও পরামর্শ ভিত্তিতে পড়ুয়া-বান্ধব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব সম্প্রদায়ের স্বাস্থ্য এবং ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।


তবে বৈঠকে এই সিদ্ধান্তও হয়েছে যে, গতবছরের মতো এবারও যদি কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চান, তাহলে পরিস্থিতি যখন পরীক্ষার উপযোগী হবে, তখন সেই মতো ব্যবস্থা করবে সিবিএসই।


সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ২ ঘণ্টার মধ্যেই আরেক দিল্লি বোর্ড সিআইএসসিই  বা কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন জানায়, তাদের আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হচ্ছে।