কলকাতা: রাজ্যে এবারের জয়েন্ট এন্ট্রান্সের দিন ঘোষণা করা হল। ১১ জুলাই হবে এই পরীক্ষা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে। রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীরা ওয়েবসাইট দেখতে পারেন।

রাজ্যে বিধানসভা ভোটের পরেই জয়েন্ট এন্ট্রান্স। আজ এই পরীক্ষার দিন ঘোষিত হল। কবে থেকে আবেদন, এ মাসেই জানাবে বোর্ড।

করোনা আবহে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতে চলছে। যাবতীয় সতর্কতা অবলম্বন করেই পরীক্ষা নেওয়া হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় যাবতীয় নথি আপলোড করতে হবে এবং পরীক্ষা ফি জমা দিতে হবে।

গত বছর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ২ ফেব্রুয়ারি। ফল প্রকাশিত হয় অগাস্টে। মোট পরীক্ষার্থী ছিলেন ৭৩,১১৯ জন। তাঁদের মধ্যে ৯৯ শতাংশই কোয়ালিফাই করেন। প্রথম হন দেওঘরের রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌরদীপ দাস। দ্বিতীয় হন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের শুভম ঘোষ। তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম হন ডিপিএস রুবিপার্কের ছাত্রী শ্রীমন্তী দে।