কলকাতা: নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতায়। গতকাল রাত থেকে কমেছে বৃষ্টি। তবে রাস্তার একাধিক ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্স খোলা রয়েছে। বেরিয়ে পড়েছে তার। গতকাল মোমিনপুরে ত্রিফলা বাতিস্তম্ভে হাত রাখার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। বাতিস্তম্ভের জয়েন্ট বক্স খোলা থাকায় পুরসভার গাফিলতির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে হওয়ায় সেখানকার জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পশ্চিম বর্ধমানে রাতভর চলেছে তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জেরে জলমগ্ন দুর্গাপুরের বেশ কিছু এলাকা। সারদাপল্লী, মহালক্ষ্মী পার্ক মেন গেট ও ৫৪ ফুট এলাকায় হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। আসানসোলে নর্দমা উপচে একাধিক রাস্তার উপর দিয়ে বইছে জল। কুলটি সহ জেলার বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।
বৃষ্টির জেরে একইভাবে বিপর্যস্ত পশ্চিম বর্ধমানের আসানসোল। সকাল থেকে আসানসোলের পাশাপাশি কুলটি ও রানিগঞ্জে মুষলধারে বৃষ্টি চলছে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের রেল পাড়, কুলটির কুলতোড়া এবং রানিগঞ্জ ও জামুড়িয়ার বিস্তীর্ণ এলাকা। বহু জায়গাতেই হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। নর্দমা উপচে রাস্তার ওপর দিয়ে বইছে জল। জল যন্ত্রণার পাশাপাশি কুলটির বিস্তীর্ণ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। রাস্তায় জল এবং যাত্রীর সংখ্যা কম থাকায় কম অন্যদিনের তুলনায় যথেষ্ট কম পরিমাণে বাস চলছে আসানসোলে।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কের বেশ কিছু অংশ। জল জমেছে পুরুলিয়া বাস স্ট্যান্ড চত্বরেও। আজও সকাল থেকে জেলা জুড়ে বৃষ্টি চলছে। মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা।
সরল নিম্নচাপের অভিমুখ, কলকাতায় আবহাওয়ার উন্নতি, তুমুল বৃষ্টি বর্ধমানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2017 08:44 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -