কলকাতা: বৃহস্পতিবার থেকে নিম্নমুখী পারদ। ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছুটা নামল শহরের তাপমাত্রা। ফলে কলকাতায় শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। এদিনই মরসুমের শীলততম দিন। উত্তর ভারতে শৈত্য প্রবাহের দরুণ রাজ্যের সর্বত্র নামছে তাপমাত্রা। গোটা সপ্তাহ এই পরিস্থিতি বজায় থাকবে। পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার পাশাপাশি, পারদ নামছে জেলাগুলিরও। এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি। কৃষ্ণনগরে ১২.২, আসানসোলে ১২.৬, বাঁকুড়া ১২.৭ এবং বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২। কোচবিহার ও জলপাইগুড়ির তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশেপাশে। রাত বাড়তেই হিমেল-ভাব! ভোরের দিকে ঠাণ্ডা-ঠাণ্ডা আমেজ! তবে কী রাজ্যে দ্রুত ঢুকে পড়ছে শীত? আবহবিদরা জানিয়েছেন, হিমেল আমেজ থাকলেও, এখনই উল্লসিত হওয়ার কারণ নেই! ডিসেম্বরের মাঝামাঝিতে রাজ্যে শীত ঢুকবে বলে জানিয়েছেন তাঁরা।