কলকাতা: গত দিন তিন ধরে ক্রমশ নামছে পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ১৩.৭ এবং বৃহস্পতিবার পারদ নেমেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিনই মরশুমের শীতলতম। শীতে কাঁপছে কলকাতা থেকে জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। যার প্রভাবে নামছে পারদ। আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের সর্বত্র এই পরিস্থিতি বজায় থাকবে।
রাজ্যের একাধিক জেলাতেও এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে। এদিন শ্রীনিকেতনের পারদ নেমেছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে ৮.২ ডিগ্রি, বর্ধমানে ৮.৯ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৬ ডিগ্রি, কোচবিহার ৯.৭ ডিগ্রি এবং মালদার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি, মেদিনীপুর ১০.৫, কৃষ্ণনগরে ১০.৮ এবং ডায়মন্ড হারবার ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যে যখন শীতের কামড়, তখন উত্তর এবং মধ্য ভারতে কুয়াশার দাপট অব্যাহত। যার জেরে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। কুয়াশায় ট্রেন লেট রুখতে উত্তর ভারতের ট্রেনগুলিতে ফগ সেফটি ডিভাইস ব্যবহার করা শুরু করেছে রেল মন্ত্রক।
উত্তর রেল সূত্রে খবর, জিপিএস সম্বলিত যন্ত্রের মাধ্যমে চালকের কাছে সিগনাল সম্পর্কিত বার্তা পৌঁছে যাবে। ফলে কুয়াশার জেরে সিগন্যাল দেখতে আর কোনও সমস্যা হবে না।
উত্তুরে হাওয়ার দাপটে আরও নামল পারদ, ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার সর্বনিম্ন মরশুমের শীতলতম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2018 09:29 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -