কলকাতা: তিন দিন পর ফের সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ শহরের পারদ পৌঁছেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পৌষ সংক্রান্তি থেকেই পর পর ৩ দিন তাপমাত্রা ছিল বারোর ঘরে। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশার দাপট সামান্য কম। অন্যদিকে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ভারতে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় গত ৩-৪ দিনের মতো এদিনও ব্যাহত হয় দূরপাল্লার ট্রেন চলাচল। সময়সূচি পরিবর্তন করা হয় অনেক ট্রেনের। হাওড়া থেকে বাতিল করা হয় আপ মিথিলা এবং তুফান এক্সপ্রেস। এই দুর্ভোগ যে চলবে, তা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসেই স্পষ্ট।
কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট অব্যাহত। আজ দার্জিলিঙে পারদ নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া কালিম্পঙে ৭ এবং পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া ও দুর্গাপুরের পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। ১১ ডিগ্রি তাপমাত্রা রয়েছে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মেদিনীপুর ও সিউড়িতে। জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা, বারাসাত, তমলুক, হাওড়া, হুগলি ও ডায়মন্ডহারবারের পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। অন্যদিকে কোচবিহার ও আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে পৌঁছেছে।