কলকাতা: আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আরও কয়েকটা দিন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকবে বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে।

এর আগে টানা ৪ দিন ১২ ডিগ্রিতে আটকে ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার পারদ ছিল ১২ দশমিক ৫ ডিগ্রিতে, গতকাল তা কমে দাঁড়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি।

তবে কলকাতার পারদ মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও জেলাগুলিতে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। সঙ্গে প্রচণ্ড কুয়াশা।

আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি। শিলিগুড়ি ১৪, কোচবিহার ও জলপাইগুড়িতে পারদ ১২ ডিগ্রি ও আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।

রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। বালুরঘাট, মালদায় ১২, বহরমপুর ১১ ডিগ্রি, সিউড়ি-কৃষ্ণনগরেও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি।

অন্যদিকে, পুরুলিয়ায় পারদ ছুঁয়েছে ৯ ডিগ্রি, বাঁকুড়া ১০ ডিগ্রি, ঝাড়গ্রাম ১২, মেদিনীপুর ১১ ও হলদিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি।

আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি। দুর্গাপুর ১০ এবং বর্ধমানের পারদ ১১।

এদিকে, হাওড়া, চুঁচুড়া, বারাসাত, ডায়মন্ড হারবার, এই চার জায়গাতেই আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি।