কলকাতা: আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আরও কয়েকটা দিন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকবে বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে।
এর আগে টানা ৪ দিন ১২ ডিগ্রিতে আটকে ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার পারদ ছিল ১২ দশমিক ৫ ডিগ্রিতে, গতকাল তা কমে দাঁড়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি।
তবে কলকাতার পারদ মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও জেলাগুলিতে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। সঙ্গে প্রচণ্ড কুয়াশা।
আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি। শিলিগুড়ি ১৪, কোচবিহার ও জলপাইগুড়িতে পারদ ১২ ডিগ্রি ও আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।
রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। বালুরঘাট, মালদায় ১২, বহরমপুর ১১ ডিগ্রি, সিউড়ি-কৃষ্ণনগরেও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি।
অন্যদিকে, পুরুলিয়ায় পারদ ছুঁয়েছে ৯ ডিগ্রি, বাঁকুড়া ১০ ডিগ্রি, ঝাড়গ্রাম ১২, মেদিনীপুর ১১ ও হলদিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি।
আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি। দুর্গাপুর ১০ এবং বর্ধমানের পারদ ১১।
এদিকে, হাওড়া, চুঁচুড়া, বারাসাত, ডায়মন্ড হারবার, এই চার জায়গাতেই আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি।
শীতের দাপট অব্যাহত, আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 08:24 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -