চুরির অভিযোগ: থানায় মহিলার গায়ে আগুন, পুলিশের দাবি আত্মহত্যার চেষ্টা, পুড়িয়ে মারতে চেয়েছিল, পাল্টা পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2018 07:47 PM (IST)
হলদিয়া: হলদিয়ার দুর্গাচক থানার মধ্যেই ধৃত মহিলার আত্মহত্যার চেষ্টা। শৌচাগারে ঢুকে গায়ে আগুন দেওয়ার দাবি পুলিশের। পুলিশের বিরুদ্ধে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পরিবারের। তদন্তের আশ্বাস অতিরিক্ত পুলিশ সুপারের। ভিনরাজ্যের পুলিশের বিরুদ্ধে পুড়িয়ে খুন করার চেষ্টার অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, হরিয়ানার গুরুগ্রামে সুনীল কুমার নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন হলদিয়ার ঝিকুরখালির বাসিন্দা ওই মহিলা। স্বামীও কাজ করতেন পাশের বাড়িতে। অভিযোগ, গত ১৪ জানুয়ারি ১৪ লক্ষ ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে আসেন দম্পতি। হরিয়ানা পুলিশের দল এসে দুর্গাচক থানার পুলিশের সাহায্যে বুধবার গ্রেফতার করে দু’জনকে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে মহিলাকে হরিয়ানা নিয়ে যাওয়ার কথা ছিল। দুর্গাচক থানা ও হরিয়ানা পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে থানায় আনা হলে শৌচাগারে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন মহিলা। যদিও ভিনরাজ্যের পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে সরব মহিলার পরিবার। অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া, কাজী সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত করছে দুর্গাচক থানার পুলিশ। পাশাপাশি, হরিয়ানা পুলিশও তদন্ত করে দেখছে। কিন্তু থানার মধ্যে কোথা থেকে আগুন পেলেন মহিলা? প্রশ্ন পরিবারের।