কলকাতা:  সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে গুমোট গরম। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায়, বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি। উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে।

 

এদিকে, আগামী ২৪ ঘন্টায় উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বর্ষা। তবে রাজ্যে কবে পা রাখবে, তা এখনও নিশ্চিত নয়।