সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের নিম্নচাপের ভ্রুকুটি। ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় যা আরও শক্তিশালী হবে। এর জেরেই ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে ২৯ জুলাই পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ রাজ্যের বেশকিছু জেলা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বুধবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে । 


বৃহস্পতিতে কমলা সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এদিকে, হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও মুর্শিদাবাদে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে জারি হয়েছে হলুদ সতর্কতা।  



আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির ক্রমশ এগিয়ে যাবে বাংলাদেশের দিকে, যার জেরে সেখানেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনিতেই আজ থেকেই নিম্নচাপের প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ছিল মেঘাচ্ছন্ন পরিবেশ। গতকাল দুপুর থেকে শুরু হয়ে সন্ধে পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে প্রবল বৃষ্টিপাত চলেছে। আজ বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও আগামী কয়েকদিন যা যথেষ্ট পরিমাণে বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।