সঞ্চয়ন মিত্র, কলকাতা: জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Puja) বৃষ্টির (Rain) ভ্রুকুটি। আজ সকাল থেকেই কলকাতা-সহ (Kolkata) বেশ কয়েকটি জেলায় (District) বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের (Depression) প্রভাবে তৈরি পূবালি বাতাস। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাল্লা দিয়ে ফের চড়ছে পারদ। ৫ দিনে ৫ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি। সোমবারও দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।


ফের হাওয়া বদল। রাতারাতি গায়েব শীতের আমেজ (Winter)। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল আলিপুর আবহাওয়া দফতর জানায়, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। রবিবারে (Sunday) বাড়তে পারে বৃষ্টি। সোমবার (Monday) বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। সেই পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই কলকাতা-সহ (Kolkata) বেশ কয়েকটি জেলায় (District) বৃষ্টি শুরু হয়েছে।


দৌড়ের শুরুতেই ব্রেক কষল শীত। গত কয়েকদিন বেশ টের পাওয়া যাচ্ছিল শীত শীত ভাব। সকালে কুয়াশার চাদর। গাছের ঝরা পাতায় ছেয়ে যাওয়া রাস্তা। আলমারি থেকে লেপ, কম্বল বের করার তোড়জোড়।  তার মধ্যেই আচমকা ছন্দপতন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।  আবহাওয়া দফতর চলতি সপ্তাহে জানায় সপ্তাহান্তেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে। তামিলনাড়ুর (Tamilnadu) দিকে সরে যাওয়া নিম্নচাপের পরোক্ষ প্রভাবের কারণেই বৃষ্টি দক্ষিণবঙ্গে। তখন আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। 


আরও পড়ুন: Petrol and Diesel Prices Today: আবারও কি বাড়ল? আজ শহরে দাম কত পেট্রোল ও ডিজেলের?