সঞ্চয়ন মিত্র ও রাজা চট্টোপাধ্যায়: উত্তরবঙ্গে কাল থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বলা হয়েছে প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। 


অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে।  দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা।  তার জেরে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আগামী চারদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। 


বুধবার - আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা -- এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 


পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার-- লাল সতর্কতা জারি করা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে।  


শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও মালদায়। জারি হয়েছে কমলা সতর্কতা। 


শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে জারি কমলা সতর্কতা।  


এরইমধ্যে, ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে হাতিনালার। জল ঢুকছে জলপাইগুড়ির বানারহাটের বিস্তীর্ণ এলাকায়। 


কোথাও হাঁটুজল। কোথাও তার থেকে বেশি। বৃষ্টির পরিমাণ বাড়লে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।


অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।


দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে কাল থেকে নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা।