কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। গতকাল তিন ডিগ্রি চড়ার পর আজ একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।


উত্তুরে হাওয়ার দাপটে নেমেছে পারদ। বাতাসে এখনও হিমের পরশ। সকাল ও রাতে বেশ শীত শীত ভাব। লেপ মুড়ি দেওয়া শীতের আমেজ এখনও ফুরোয়নি।


রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা অনেকটাই কম। বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


শনিবার একধাক্কায় পারদ চড়েছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।


তার আগে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।


আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, রবিবার থেকে ফের নামতে পারে তাপমাত্রা। সেই মতো, এদিন তিন ডিগ্রি নামে পারদ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে বুধবার পর্যন্ত।


ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হালকা শীতের আমেজেই কাটবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর , জলপাইগুড়ি, কোচবিহারে। এদিকে শনিবার দুপুরে সান্দাকফুর উচ্চ পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হয়।