সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আবহাওয়া দফতরের। জানানো হয়েছে, কাল থেকে বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ। আরও একবার উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা করছেন আবহবিদরা। 


আবারও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। শুক্র-শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দু'তিনদিনের মধ্যে বাংলা -ওড়িশা উপকূলে পৌঁছবে।


গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মধ্যপ্রদেশে অবস্থান রয়েছে নিম্নচাপের। রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 


আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে খুবই সামান্য ১.২ মিলিমিটার। 


দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪৮-ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 


পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বাড়বে শনি- রবিবার থেকে। রবি ও সোমবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আরও একদফায় মেঘলা আকাশ, দুর্যোগের আশঙ্কা রয়েছে। 


আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দার্জিলিং ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকার অন্য জেলাতেও। 


আগামী ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড বৃষ্টির সম্ভাবনা। থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি বাড়বে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।