০৯.০৭.২০১৭ তারিখ থেকে ১৬.০৭.২০১৭ পর্যন্ত।


রবি – মিথুনে । চন্দ্র – ধনু । মঙ্গল – মিথুনে পরে কর্কটে । বুধ – কর্কট । বৃহস্পতি – কন্যা । শুক্র – বৃষ । শনি – বক্রি বৃশ্চিক । রাহু – সিংহ । কেতু - কুম্ভে । তিথি পূর্ণিমা থেকে ষষ্টি । রাশি ফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব


মেষ

সপ্তাহের প্রথম দিকে কোনও সামাজিক কাজের জন্য সময় ব্যয় হতে পারে । সংসারের কোনও ব্যক্তির জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে । স্ত্রীর জন্য নতুন কোনও কাজের সন্ধান , সন্তানের পড়াশোনায় ব্যয় বৃদ্ধি , কোনও ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে । মধ্যভাগে বাইরের ঝগড়া বাড়িতে আসতে পারে । দুর্বলতার সুযোগ শত্রু নিতে পারে । বন্ধুর সঙ্গে বিবাদের অবসান । ব্যবসা নিয়ে একটু চিন্তা ।



বৃষ

সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য বাইরে যেতে হতে পারে । শরীরের কথা চিন্তা করা দরকার । গুরুজনের জন্য কোনও বিপদ থেকে উদ্ধার । প্রথম দিকে স্ত্রীর সঙ্গে বিবাদে মনের কষ্ট বাড়াতে পারে , কাজের নতুন কোনও যোগাযোগ হতে পারে । গোপনতা রক্ষা করবার জন্য বিপদ বৃদ্ধি । ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন । বাইরের কোনও লোকের কারণে বাড়িতে চিন্তা বৃদ্ধি ।



মিথুন

কোনও গবেষণার কাজে সাফল্য আসতে পারে ।সপ্তাহের প্রথম দিকে সব বাধা থেকে মুক্তি পাবেন । পরিবারের জন্য উন্নতির যোগ আসতে পারে । আশা পূরণ হতে পারে । চেনা লোকের থেকে উপকার । নিজের বুদ্ধির বলে বিপদ থেকে মুক্তি । দরকারি কাজের জন্য সময় পাবেন না । মা বাবার শরীরের জন্য একটু খরচ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদ পরে ঠিক হয়ে হবে । কোনও বাজে পরিস্থিতির জন্য আপনি দায়ী হতে পারেন । শেষের দিকে শরীর নিয়ে একটু চিন্তা ।



কর্কট

সপ্তাহের প্রথম দিকে কোনও লোকের সঙ্গে বিবাদ নিয়ে বাড়িতে অশান্তি । পড়াশোনার জন্য খুব ব্যস্ত হতে হবে । স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে গিয়ে শান্তির পরিবেশ আসতে পারে । বাচ্চাদের জন্য খরচ বাড়তে পারে । নিজের সংকল্প নিয়ে চিন্তা করুন । কোনও আলোচনাতে মতামত না দেওয়াই ভাল হবে । বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন । ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে । প্রেমের ব্যাপারে ভেবে সিদ্ধান্ত নিন ।




সিংহ

সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনও প্রকার চিন্তা না থাকলেও পেটের সমস্যা বাড়তে পারে । বিবাহিতদের কোন স্ত্রী বা স্বামী নিয়ে অশান্তি বাড়তে পারে । বাড়ির কর্মচারী নিয়ে কোনও বিবাদ । ব্যবসার জন্য নতুন সুযোগ কাজে লাগান । প্রেমের ক্ষেত্রে নতুন কোনও চিন্তা ভাবনা । গুরুজনের জন্য কিছু করবার আনন্দ । বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা । চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে।




কন্যা

সপ্তাহের প্রথম দিকে কোনও উচ্চ ব্যক্তির জন্য উপকার পাবেন , চাকরির ভাল যোগাযোগ হতে পারে । বাড়িতে অতিথির জন্য খরচ বৃদ্ধি । সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে, গুরুজনের জন্য কোনও ডাক্তারের সঙ্গে আলোচনা । স্ত্রীর জন্য চিন্তা বৃদ্ধি । ব্যবসার স্থানে নতুন কোনও শত্রু । কোনও কারণে আবেগ বাড়তে পারে । ব্যবসার কর্মচারী নিয়ে অশান্তি । বাড়িতে শুভ সংবাদ আসতে পারে ।




তুলা

সপ্তাহের প্রথম দিকে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে । ডাক্তারের জন্য বাড়িতে ব্যয় । বন্ধুর জন্য কোনও উপকার পেতে পারেন । বাড়িতে কোনও ভাল আলোচনা হতে পারে । মা বাবার সঙ্গে আলোচনা করে ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করুন , কর্মের দিকে অগ্রগতি ভাল । কোনও সাহায্য প্রাপ্তির জন্য খরচ বাড়তে পারে । ব্যবসার জন্য দূরে ভ্রমণ । অপর ব্যক্তি নিয়ে বাড়িতে অশান্তি । প্রেমের জন্য সময় দিন ।




বৃশ্চিক

সপ্তাহের প্রথম দিকে বাড়িতে ডাক্তারের খরচ বাড়তে পারে । স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি । সন্তানের শরীর নিয়ে চিন্তা , চাকরির স্থানে কোনও বিবাদ বাড়তে পারে । ব্যবসার জন্য ভাল সময় বলা যাবে না । পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে । মধ্য ভাগে দরকারের কাজগুলো শেষ করুন । প্রেমের জন্য চিন্তা করুন । গুরুজনের সঙ্গে তর্ক করবেন না । শত্রুর জন্য ব্যবসায় বাধা । স্ত্রীর জন্য কোনও কাজের খবর ।




ধনু

সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে । কাজের জন্য দূরে যেতে হতে পারে । শিল্পীদের জন্য ভাল সুনাম হতে পারে । কোনও সহকর্মীর দ্বারা উপকার । নিজের বুদ্ধির জন্য বিপদ থেকে উদ্ধার । পরিবারের কোনও লোকের জন্য উত্তেজিত হতে পারেন । স্ত্রীর কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে । ভাল ব্যবহারের জন্য সুনাম বাড়তে পারে । সম্পত্তি কেনা বেচার জন্য ভাল সময় । শেষের দিকে ব্যবসা নিয়ে কোনও চিন্তা ।




মকর

সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য দূরে যেতে হতে পারে । বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা । ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে । দূরের বন্ধুর কোনও খবর মিলতে পারে । স্ত্রীর জন্য কোনও খরচ বাড়তে পারে , সন্তানের কাজের জন্য বিদেশ ভ্রমণ । বাড়িতে কোনও লোকের উৎপাত বাড়তে পারে । মামলায় ভাল ফল আশা করা যায় । সম্পত্তি নিয়ে ভাই ভাই বিবাদ বাড়তে পারে । পিতার জন্য চিন্তা বৃদ্ধি । মা বাবার মন রাখতে স্ত্রীর সঙ্গে বিবাদ । ফাটকা ব্যবসা ভাল হবে ।




কুম্ভ

সপ্তাহের প্রথমে শরীর ঠিক থাকলেও ঠাণ্ডা লাগার জন্য কষ্ট পেতে হবে । কর্ম নিয়ে খুব চিন্তা বাড়তে পারে । অর্থ সমস্যা থাকার জন্য মানসিক চিন্তা বাড়বে । আবেগবশত অর্থ খরচ বাড়তে পারে । উত্তর দিকের কোনও কাজ আসতে পারে । সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে । পরিবারের সঙ্গে বনিবনা কম থাকবে । স্ত্রীর জন্য অশান্তি আর ভাল লাগবে না । বন্ধুর জন্য কোনও বিপদ বাড়তে পারে ।




মীন

শরীরে কোনও রোগ বাড়তে পারে । সপ্তাহের প্রথম দিকে কাজের ক্ষেত্রে শরীর সঙ্গ দেবে না । পরিস্থিতি খুব ভাল থাকবে না , কোনও অচেনা লোকের জন্য খরচ বাড়তে পারে । পড়াশোনার জন্য ভাল খবর । কর্ম নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে । সন্তানের জন্য খরচ বৃদ্ধি । বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে । ব্যবসার জন্য চিন্তা ও ব্যয় বাড়তে পারে । কথা ভুল বলবার জন্য বিবাদ । স্ত্রীর জন্য কষ্ট বৃদ্ধি ।