কলকাতা: কয়েকদিন পরেই নতুন বছর। শীতের আমেজ গায়ে মেখে এখন বর্ষবরণের অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী!শীত জাঁকিয়ে পরলেও, ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ....।একদিকে সংগঠনকে চাঙ্গা করতে বুথে বুথে যাচ্ছে বিজেপি, অন্যদিকে বিধানসভা ধরে পথে নামছে তৃণমূলও।
বিজেপির ‘আমার বুথ, সবচেয়ে মজবুত’ কর্মসূচী। আর তৃণমূলের ‘ধন্যবাদজ্ঞাপন যাত্রা’।
বিধানসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতে আদাজল খেয়ে আসরে নেমেছে বিজেপি! তার অঙ্গ হিসেবে এদিন নতুন কর্মসূচি শুরু করল গেরুয়া শিবির।পুরুলিয়া-বীরভূমে শুরু হল বিজেপির ‘আমার বুথ, সবচেয়ে মজবুত’ কর্মসূচি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কর্মসূচীর ঘোষণা করেছেন। ঠিক কী হবে এই কর্মসূচিতে? বুথ স্তরে বাড়ি বাড়ি ঘুরবেন কর্মীরা। দেওয়া হবে লিফলেট। যে বাড়িতে যাবেন সেখানে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে।
বীরভূমের দুবরাজপুর থেকে শুরু হল গেরুয়া শিবিরের নতুন কর্মসূচি। বুথ সভাপতিদের বাড়ির সামনে টাঙানো হল পতাকা। দরজায় লাগানো হল স্টিকার।
পুরুলিয়াতেও শুরু হয়েছে বিজেপির ‘আমার বুথ, সবচেয়ে মজবুত’ কর্মসূচি। পুরুলিয়ার ১৫৪ নম্বর বুথের সভাপতির বাড়ির সামনে টাঙানো হল পতাকা।


পিছিয়ে নেই তৃণমূলও! বঙ্গধ্বনি যাত্রার সাফল্যের দাবি করে এবার ধন্যবাদজ্ঞাপন যাত্রা করবে তৃণমূল।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন। এই কর্মসূচী অনুসারে, ২৮ ডিসেম্বর নিজের বিধানসভা এলাকায় মিছিল করবেন তৃণমূল বিধায়করা। পরদিন দুপুরে জেলাস্তরে মিছিল করা হবে।
অর্থাত্‍ বছর শেষের কয়েকটা দিন শাসক-বিরোধীর কর্মসূচি-পাল্টা কর্মসূচিতে সরগরম হতে চলেছে রাজ্য।