কলকাতা: বদল হতে চলেছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু’দিন আগেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূচি প্রকাশ হওয়ার পর দেখা যায় ৩০ জুন হুল উৎসবের দিন পরীক্ষা রয়েছে। তা নিয়ে বিতর্কও হয়। এরপরই শনিবার শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট দিনের পরীক্ষা পরিবর্তন করা হবে।


এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যে পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে সেখানে ৩০ জুন পরীক্ষা রয়েছে। কিন্তু ওই দিন হুল দিবস। তাই সংসদকে ওই দিন পরিবর্তন করতে বলেছি ।’’ তবে সংশ্লিষ্ট দিনের পরিবর্তে কবে পরীক্ষা হবে তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ৩০ জুন। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। সূচি অনুযায়ী, ১৫ জুন হবে বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, প্রথম ভাষা সহ উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পঞ্জাবি পরীক্ষা। ১৭ জুন বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি দ্বিতীয় ভাষা সহ বিকল্প ইংরাজি পরীক্ষা। বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ১৮ জুন।  ১৯ জুন হবে প্রাণিবিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস পরীক্ষা হবে ২১ জুন। ২২ জুন কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারমেন্টাল স্টাডি জ, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, মিউজিক আর্টস পরীক্ষা। কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিদ্যা পরীক্ষা ২৪ জুন। ২৬ জুন পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, পদার্থবিদ্যা পরীক্ষা। রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা এবং গণ জ্ঞাপন, সংস্কৃত, পারসি, আরাবিক, ফরাসি পরীক্ষা ২৮ জুন। পরিসংখ্যান বিদ্যা, ভূগোল, কস্টিং এন্ড টেকসেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা ৩০ জুন। সংশ্লিষ্ট দিনের পরীক্ষা পরিবর্তন করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য করোনার জেরে পিছিয়ে যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে দুই পরীক্ষার ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে বাতিল হয়েছে টেস্টও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে। একই সঙ্গে হবে একাদশের পরীক্ষাও। শুরু হবে ১৫ জুন। শেষ হবে ২ জুলাই। পরীক্ষা হবে বেলা ২টো থেকে ৫টা ১৫ পর্যন্ত।