কলকাতা: নজরে একুশের ভোট। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যে হয়েছে ২০ হাজার ক্যাম্প। সরকারের দাবি, এই ক্যাম্পগুলি থেকে ১১টি প্রকল্পে চটজলদি সমাধান মিলবে।সরকারি পরিষেবা সাধারণের নাগালে পৌঁছে দিতে মঙ্গলবার থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৩৪৪টি ব্লকে চলবে শিবির।যেখানে স্বাস্থ্য সাথী,জাতিগত শংসাপত্র,জয় জোহর এবং তফশিলি বন্ধু প্রকল্প,খাদ্যসাথী,শিক্ষাশ্রীর মতো প্রকল্পের পরিষেবা মিলবে।


রাজ্য প্রশাসনের দাবি, ১০০ দিনের কাজ কিংবা জব কার্ড সংক্রান্ত সমস্যারও চটজলদি সমাধান হবে। ক্যাম্পে উপস্থিত আছেন প্রশাসনিক আধিকারিকরা। অভাব-অভিযোগ নিয়ে শিবিরে এসেছেন স্থানীয় বাসিন্দারা।
দুয়ারে কর্মসূচিতে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডে অভিযান। উপস্থিত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। রয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।
বিভিন্ন জেলাগুলিতেও শুরু হয়েছে এই অভিযান।

দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেছেন, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী স্টান্ট, আগেও এমন চমক দেওয়ার চেষ্টা করেছেন, তাতে লাভ হয়নি। এই অভিযোগ এদিন খারিজ করে দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।