কলকাতা: কলকাতায় পা রাখলেন জেপি নাড্ডা। কিছুক্ষণ আগেই বিমানবন্দরে পৌঁছেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপি নেতারা হাজির ছিলেন বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে। আগামিকাল নবদ্বীপে জনসভার পাশাপাশি জেপি নাড্ডা অংশ নেবেন বিজেপি-র একাধিক বৈঠকেও।
গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের শুরুর দিকেও বঙ্গ সফরে এসেছিলেন জেপি নাড্ডা। ডিসেম্বরে ডায়মন্ডহারবারে জনসভায় যাওয়ার পথে তাঁর কনভয় আক্রান্ত হয়েছিল। যা নিয়ে তুঙ্গে উঠেছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র রাজনৈতিক তরজা। গত জানুয়ারি মাসে নাড্ডার গন্তব্য ছিল বীরভূমে। সেখানেও ডায়মন্ডহারবারের মতোই জনসভা করেছিলেন তিনি। পাশাপাশি বীরভূম কৃষকদের বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়ানোর কাজও করেছিলেন নাড্ডা।
এবারে নদিয়ায় নাড্ডা সফরেও থাকছে কৃষকদের সঙ্গে জনসংযোগ। কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজের কথা রয়েছে তাঁর। মেনুতে থাকবে খিচুড়ি ও তরকারি। তার সঙ্গেই রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচিও।
জে পি নাড্ডার উপস্থিতিতে নবদ্বীপ থেকে বিজেপির প্রথম রথযাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু, এখনও রথযাত্রার প্রশাসনিক অনুমতির বিষয়টি ঝুলে রয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত রথযাত্রার অনুমতি দেওয়া হয়নি। রাজ্য পুলিশ সূত্রে খবর, শনিবার নবদ্বীপে জেপি নাড্ডার দুটি কর্মসূচি রয়েছে ৷ প্রথমটি জনসভা, দ্বিতীয়টি রথযাত্রা ৷ এর মধ্যে শুধুমাত্র নাড্ডার জনসভার অনুমতি দেওয়া হয়েছে ৷ রথযাত্রার অনুমতি দেওয়া হয়নি।
পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টে রথযাত্রা মামলা বিচারাধীন রয়েছে। তাই তাদের পক্ষে এখন অনুমতি দেওয়া সম্ভব নয়। বিজেপির রথযাত্রা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি তার শুনানি হবে। এই পরিস্থিতিতে নবদ্বীপ থেকে রথযাত্রা শুরু নিয়ে তৈরি হল জটিলতা। যদিও চৈতন্যভূমি থেকে রথের চাকা গড়াতে অনড় বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানাচ্ছেন, ‘‘পলিটিকাল পার্টি তার কর্মসূচি নিজের মতো করে পালন করবে। এতে পারমিশন নেওয়ার কী আছে ৷’’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Election 2021: কলকাতায় পৌঁছলেন জেপি নাড্ডা, আগামিকাল নদিয়ায় জনসভা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2021 10:20 PM (IST)
নদিয়ায় নাড্ডার সফরেও থাকছে কৃষকদের সঙ্গে জনসংযোগ। কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজের কথা রয়েছে তাঁর। মেনুতে থাকবে খিচুড়ি ও তরকারি। তার সঙ্গেই রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচিও। জে পি নাড্ডার উপস্থিতিতে নবদ্বীপ থেকে বিজেপির প্রথম রথযাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু, এখনও রথযাত্রার প্রশাসনিক অনুমতির বিষয়টি ঝুলে রয়েছে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -