জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার তৃণমূলের কোর কমিটির বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার বৈঠকে উপস্থিত জেলার তৃণমূলের ৭ বিধায়ক। বৈঠকে ছিলেন ময়নাগুড়ির ‘বেসুরো’ বিধায়ক অনন্তদেব অধিকারীও।
জেলার কোর কমিটির বৈঠকে মমতার বার্তা, ‘বিধানসভা ভোটে উত্তরবঙ্গ জয় করতে হবে। বিজেপির মতো দানবিক শক্তিকে পরাস্ত করতে হবে।সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।’
উল্লেখ্য, কাল জলপাইগুড়িতে জনসভা করবেন মমতা।
এদিন ৩ দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতা থেকে কপ্টারে জলপাইগুড়ি যান মমতা বন্দ্যেপাধ্যায়। সেখান থেকে শিলিগুড়ি যাচ্ছেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়িতে রাজনৈতিক সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জনসভা করবেন কোচবিহারে। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে বাঁকুড়া, মেদিনীপুর এবং বনগাঁয় রাজনৈতিক সভা করেছেন মমতা। এবার গন্তব্য উত্তরবঙ্গ। গত লোকসভা ভোটে যেখানে তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি। আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে একটি আসনও জিততে পারেনি তৃণমূল। স্বাভাবিক ভাবেই লোকসভার ফলে বিধানসভা ওয়াড়ি দলের ফলও বেশ খারাপ। তার উপর গোদের ওপর বিষফোঁড়ার মতো রয়েছে গোষ্ঠীকোন্দল। এই অন্তর্কহলের জেরে ইতিমধ্যেই দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। মালদহেও দলের নেতাদের মধ্যে সমস্যা রয়েছে বলে দলীয় সূত্রে খবর। এমন পরিস্থিতিতেই সোমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী।
বিধানসভা ভোটের মুখে দলকে তিনি কী বার্তা দেবেন,জানতে মুখিয়ে রয়েছে দলের নেতা ও কর্মীরা।
বাঁকুড়ার জনসমাবেশে অত্যাবশ্যক সামগ্রী সংশোধনী আইন নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন মমতা। তিনি বলেছিলেন, এই আইনের জন্যই অত্যাবশ্যক সামগ্রীর দাম বাড়েছে। ভবিষ্যতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মেদিনীপুরের জনসভায় কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছিলেন তিনি। কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার বনগাঁ-তেও জনসভা করেছিলেন মমতা। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও এনপিআর নিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন। মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছিলেন, এ রাজ্যে বসবাসকারী সবাই দেশের নাগরিক। এজন্য সিএএ-র প্রয়োজন হবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
TMC Core Committee Meeting: ‘বিধানসভা ভোটে উত্তরবঙ্গ জয় করতে হবে’, জলপাইগুড়িতে তৃণমূলের কোর কমিটির বৈঠকে বার্তা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2020 07:45 PM (IST)
জলপাইগুড়ি জেলার তৃণমূলের কোর কমিটির বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার বৈঠকে উপস্থিত জেলার তৃণমূলের ৭ বিধায়ক। বৈঠকে ছিলেন ময়নাগুড়ির ‘বেসুরো’ বিধায়ক অনন্তদেব অধিকারীও।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -