উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন কৈলাস বিজয়বর্গীয়। সূত্রের খবর, তাঁর বাঁ হাতের লিগামেন্ট ছিঁড়েছে। সেদিন বেশি রাত্রেই নরেন্দ্র মোদি ফোন করেন কৈলাস বিজয়বর্গীয়কে। আগামীদিনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার কথা তিনি কৈলাসকে বলেন বলে জানা গিয়েছে। শুধু প্রধানমন্ত্রী নন, তাঁকে ফোন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও।
গত বুধবার দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ছিল সভা ছিল তাঁর। সেখানে যাওয়ার পথেই শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতির জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকের গাড়ির কাচ ভেঙে যায়। এই নিয়ে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর।
আসরে নামেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে রাজ্যপাল কনভয়-হামলার ঘটনাকে 'গণতন্ত্রের লজ্জা' বলে মন্তব্য করেন। কনভয়ে হামলাকাণ্ডে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রিপোর্ট পেশ করে রাজ্যপাল যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন। সূত্রের খবর, রাজ্যপালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নাড্ডার জন্য যথেষ্ট নিরাপত্তা ছিল না। রিপোর্টে রাজ্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে দায়ী করা হয়েছে। এই রিপোর্ট পেয়েই মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার এই ঘটনার জেরে কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়াল কেন্দ্র।