কলকাতা: এবার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার খাস মেদিনীপুরেই। আজই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। তারই আগে শুভেন্দুর নামে পোস্টার পড়ল, লেখা 'মেদিনীপুরের ভূমিপুত্র'।
রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী বিতর্ক মাথাচাড়া দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত পড়তে শুরু করে 'দাদার অনুগামী' পোস্টার। শুধু জেলা নয়, শুভেন্দুর অনুগামীদের পোস্টার পড়ে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতেও। রবিবার থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আরেক মন্ত্রীর নামে পড়তে শুরু করেছে পোস্টার। 'সততার প্রতীক' লেখা পোস্টারে ছিল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখ। এবার সেই পোস্টার হাওড়াতেই।
সপ্তাহের শুরুতে সকাল সকাল ফের পোস্টার ঘিরে চাঞ্চল্য দুই জেলায়। উত্তর ২৪ পরগনার বারাসাতে পোস্টার পড়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে। হাওড়ার ডোমজুড়ে পোস্টার দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।
উত্তর ২৪ পরগনার বারাসাতের ডাক বাংলো মোড়ে 'দাদার অনুগামী'দের নামে ওই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, 'নতুন ভোর হবে'। 'আমরা সবাই দাদার পাশে'। সোমবার সকালে বারাসাত ডাকবাংলো মোড় চত্বরে ওই পোস্টার চোখে পড়ে।
এরইমধ্যে শ্যামবাজারের পর হাওড়ার ডোমজুড়েও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ে। ডোমজুড় রাজীবের বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্রেরই সলপে ৬ নম্বর জাতীয় সড়ক, সলপ বাজার ও লালবাড়ি এলাকায় বনমন্ত্রীর ছবি সহ পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, 'অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে'। পোস্টারের নীচে লেখা, 'আমরা দাদার ভক্ত'।
দুই জেলায় দুই নেতার সমর্থনে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
দলের বিরুদ্ধে মুখ খোলার পর রবিবার কলকাতায় বনমন্ত্রীর সমর্থনে পোস্টার ও ফ্লেক্স পড়ে। শ্যামবাজার, গিরিশ পার্ক, শোভাবাজার, কাঁকুড়গাছি, উল্টোডাঙা, মানিকতলা সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ 'কাজের মানুষ-কাছের মানুষ', 'সততার প্রতীক' লেখা পোস্টার দেখা যায়।
এর আগে শনিবার রাজীবের গলায় উষ্মা ধরা পড়ে। তিনি বলেন,'যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরা স্তাবক বলে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এখন স্তাবকতার যুগ। হ্যাঁ তে হ্যাঁ আর না তে না মেলাতে হবে'। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর সমর্থনে পোস্টার পড়ল উত্তর কলকাতার নানা জায়গায়! এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছেদের সম্ভাবনা যত জোরাল হয়, ততই জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর পোস্টার ব্যানার পড়ে দাদার অনুগামীদের নাম করে! এবার তৃণমূলের গড় বলে পরিচিত খাস দক্ষিণ কলকাতার ৬-৬টি জায়গায় একই ধরনের পোস্টার দেখা যায়। বৃহস্পতিবার যাদবপুরের এইটবি, গোলপার্ক, গড়িয়াহাট মোড়, গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের সামনে, রাসবিহারী মোড়, সাদার্ন অ্যাভিনিউয়ে দাদার অনুগামীদের দেওয়া পোস্টার চোখে পড়ে। এছাড়াও, বৃহস্পতিবার নন্দীগ্রামের বিধায়কের নামে পোস্টার পড়েছে বাঁকুড়ার তালড্যাংরা বাজারেও।
এভাবেই পোস্টার রাজনীতিতে উত্তপ্ত বাংলা।
আজ মমতার সভার আগেই মেদিনীপুর শহর জুড়ে 'ভূমিপুত্র' শুভেন্দুর নামে পোস্টার, রাজীবের নামে পোস্টার নিজের বিধানসভা কেন্দ্রে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2020 09:23 AM (IST)
রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী বিতর্ক মাথাচাড়া দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত পড়তে শুরু করে 'দাদার অনুগামী' পোস্টার।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -