কলকাতা: পুজোর পরেই রাজ্যে  ৪ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে।  দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুর-এই চার আসনে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোট গণনা।


এই চার আসনের উপনির্বাচনে মনোনয়পত্র পেশের শেষদিন ৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৩ অক্টোবর।


শুধুমাত্র ভবানীপুর আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে কেন, এই প্রশ্ন বারেবারেই উঠছিল। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের একমাস পরেই রাজ্যের বাকি চার আসনের উপনির্বাচনের ঘোষণা করা হল। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনের উপনির্বাচনের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোট গ্রহণ করা হবে। 


অতিমারী ও বন্যা পরিস্থিতি বিবেচনা  করে ও আসন্ন শীতের মরশুমের কথা মাথায় রেখে  আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের চার আসন সহ দেশের ৩০ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে এই উপনির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধিও কার্যকর হল।


বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার।  অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।


 উল্লেখ্য,  আজ ভবানীপুর উপনির্বাচন মামলার রায়দান হবে কলকাতা হাইকোর্টে। নির্বাচনী বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আজ এই মামলার রায়দান হবে। এর আগে, শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভবানীপুর উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখে।


ভবানীপুর আসনে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন। তিনি ওই আসন থেকে ইস্তফা দেন। ভবানীপুরে ভোট ৩০ সেপ্টেম্বর। এই আসনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।