কলকাতা : কোভিড আবহে আস্ত স্টেডিয়াম বদলে গেল কোভিড হাসপাতালে । কিশোর ভারতী স্টেডিয়াম এখন কোভিড হাসপাতাল । ১৫০-র বেশি বেডের সুবিধে মিলবে এই হাসপাতালে । বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই পদক্ষেপ । জেনারেল ওয়ার্ডের পাশাপাশি থাকছে আইসিইউ, এইচডিইউ এর সুবিধে । স্টেডিয়ামের বাইরে করা হয়েছে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাও । 



আগে এই স্টেডিয়ামে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছিল । সংক্রমণ যত লাগামছাড়া হচ্ছে, ততই চাহিদা বাড়ছে বেডের। যদিও রাজ্যের স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, সরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৫৪১টি কোভিড বেডের মধ্যে ৩ হাজার ৭৮৪টি বেড ফাঁকা। 


অন্যদিকে, বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৯০০টি বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৯২৫টি। তবে সরকারি হাসপাতালে প্রায় ৪ হাজার বেড ফাঁকা থাকলেও, কলকাতায় সরকারি হাসপাতালগুলিতে কার্যত ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। অনেক ক্ষেত্রে বেড না পেয়ে, বাড়িতেই চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করছেন রোগীর পরিজনরা।
 
অসহনীয় এই অবস্থায় রাজ্য সরকারের কিশোর ভারতী স্টেডিয়াম হয়ে উঠল চিকিৎসা কেন্দ্র। কিছুদিন আগেই এটিকে সেফ হোম করেছিল কলকাতা পুরসভা। এবার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে পুরোদমে চালু হল হাসপাতাল। ১৫৩ বেডের এই হাসপাতালে জেনারেল বেডের সংখ্যা ৮০।



  • রয়েছে আইসিইউ, এইচডিইউ-এর সুবিধে।

  • স্টেডিয়ামের বাইরে রয়েছে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাও।


এদিকে, রাজ্যের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় প্রয়োজনে এরকম উদ্যোগ আরও নেওয়া হবে। 
অন্যদিকে, করোনাকালে বেড সঙ্কট মেটাতে ফের উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বৃদ্ধি নিয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর স্বাস্থ্য ভবনের মুখাপেক্ষী হতে হবে না। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাই কোভিড বেড বাড়ানোর ব্যাপারে এবার থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। 

এছাড়াও অক্সিজেনের চাহিদা লাফিয়ে বাড়তে থাকায় রাজ্যজুড়ে জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট। দ্রুত ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য কারিগরী দফতরে চিঠি দিলেন স্বাস্থ্য সচিব। বেলেঘাটা হাসপাতালে চাহিদা মেটাতে এবার সেখানে বসছে বিশেষ যন্ত্র।