WB Corona LIVE বেলুড় মঠে চালু সেফ হোম, শুরু রোগী ভর্তি

West Bengal Coronavirus LIVE Updates: ৬ মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Jun 2021 01:00 PM

প্রেক্ষাপট

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১১ হাজারের নীচে। ১৩১জনের মৃত্যু। প্রাণ হারালেন আরেকজন চিকিৎসক। দেশে পরপর ৪দিন দৈনিক আক্রান্ত ২ লক্ষের নীচে। কোভিশিল্ড নষ্টের অভিযোগে বিতর্কে রাজস্থান সরকার। করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস।...More

West Bengal Corona LIVE: কাশি কমেছে বুদ্ধদেব ভট্টাচার্যর

বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাশি কমেছে। আজ থেকে ট্যাবলেটের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। স্টেরয়েডের মাত্রাও কমানো হয়েছে। আজ বুদ্ধদেব ভট্টাচার্যর মেডিক্যাল রিপোর্ট নিয়ে পর্যালোচনা করে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যায়।