WB Corona LIVE বেলুড় মঠে চালু সেফ হোম, শুরু রোগী ভর্তি

West Bengal Coronavirus LIVE Updates: ৬ মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Jun 2021 01:00 PM
West Bengal Corona LIVE: কাশি কমেছে বুদ্ধদেব ভট্টাচার্যর

বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাশি কমেছে। আজ থেকে ট্যাবলেটের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। স্টেরয়েডের মাত্রাও কমানো হয়েছে। আজ বুদ্ধদেব ভট্টাচার্যর মেডিক্যাল রিপোর্ট নিয়ে পর্যালোচনা করে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যায়। 

WB Corona LIVE: করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস

করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস। এবার বাঁকুড়ায় ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩। প্রত্যেকেই কোভিড আক্রান্ত, জানাল মেডিক্যাল কলেজ। 

West Bengal Corona LIVE: বেলুড় মঠে চালু সেফ হোম

করোনাকালে বেলুড় মঠে চালু হল ৫০ বেডের সেফ হোম। আজ থেকে শুরু হল রোগী ভর্তি। বেলুড় শিল্পমন্দির পলিটেকনিক ক্যাম্পাসে আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে। বিনামূল্যে মিলবে ওষুধ, চিকিত্সা, পথ্য ও অক্সিজেন পরিষেবা। মূলত উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের বেলুড় মঠের এই সেফ হোমে থাকার ব্যবস্থা করা হয়েছে। হোম আইসোলেশনে থাকা রোগীদের বাড়িতে থাকার অসুবিধা থাকলে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য দফতরই ওই রোগীদের বেলুড় মঠের সেফ হোমে ভর্তি করবে। 

WB Corona LIVE: লাইন আছে, ভ্যাকসিন নেই

দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরে যান। হাসপাতালের তরফে প্রথমে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের কথা বললেও পরে নোটিস জানানো হয়, ভ্যান চালক ও সবজি বিক্রেতাদের ভ্যাকসিন দেওয়া হবে। হুগলির উত্তরপাড়াতেও ভ্যাকসিনের লাইন বিশৃঙ্খলার ছবি উঠে এল।

West Bengal Corona LIVE: বাজার বসানোকে কেন্দ্র করে রামপুরহাটে উত্তেজনা

কার্যত লকডাউন পরিস্থিতিতে পুলিশের নির্দেশ উপেক্ষা করে বাজার বসানোকে কেন্দ্র করে রামপুরহাটে উত্তেজনা। সংক্রমণ ঠেকাতে রামপুরহাট শহরে চারটি বাজারকে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ। সেই নির্দেশ অমান্য করে পুরনো জায়গাতেই বাজার বসান ব্যবসায়ীরা। আজ সকালে অভিযান চালিয়ে পুলিশ বাজার সরানোর চেষ্টা করায়, উত্তেজনা ছড়ায়। পরিকাঠামোহীন ওই জায়গায় বেচাকেনা করা কার্যত অসম্ভব বলে দাবি করেন ব্যবসায়ীরা। এনিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। পরে রামপুরহাট পুরসভার তরফে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। 

WB Corona LIVE:   চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

করোনা আবহে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। বলা হয়েছে, দিনের বেলার শিফট ৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না। রাতের শিফট হতে হবে ৬-৭ ঘণ্টা। এর মধ্যে এক ঘণ্টা থাকবে দায়িত্ব বদলের জন্য। সপ্তাহে ২-৩ দিন ছুটি নিশ্চিত করতে হবে। কোভিড আবহে সুস্থ ভাবে কাজ করার জন্যই নির্দেশিকা। খবর স্বাস্থ্যদফতর সূত্রে। 

West Bengal Corona LIVE: কোচবিহারে চালু কোভিড যান পরিষেবা

করোনার দ্বিতীয় ঢেউয়ে কোভিড-পরবর্তী অসুখ মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের দাপট। কলকাতার শিশু হাসপাতালে জোড়া মৃত্যু, ৪ শিশু আইসিইউ-তে চিকিত্সাধীন। জেনারেল ওয়ার্ডে ভর্তি আরও ২।

WB Corona LIVE:  বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থার আরও উন্নতি

বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থার আরও উন্নতি। কমেছে কাশি, বাইপ্যাপ-নির্ভরতা, কাল থেকে ওরাল স্টেরয়েড। পরিস্থিতি দেখে চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত। ভাল আছেন মীরা ভট্টাচার্যও। 

West Bengal Corona LIVE: কোচবিহারে চালু হল কোভিড যান পরিষেবা

করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে কোচবিহারে চালু হল কোভিড যান পরিষেবা। অন্যদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় শিলিগুড়ির তিনবাতি মোড়ি ২০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করলেন পুর প্রশাসক গৌতম দেব।

প্রেক্ষাপট

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১১ হাজারের নীচে। ১৩১জনের মৃত্যু। প্রাণ হারালেন আরেকজন চিকিৎসক। দেশে পরপর ৪দিন দৈনিক আক্রান্ত ২ লক্ষের নীচে। কোভিশিল্ড নষ্টের অভিযোগে বিতর্কে রাজস্থান সরকার। 


করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস। এবার বাঁকুড়ায় ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩। প্রত্যেকেই কোভিড আক্রান্ত, জানাল মেডিক্যাল কলেজ। 


করোনার দ্বিতীয় ঢেউয়ে কোভিড-পরবর্তী অসুখ মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের দাপট। কলকাতার শিশু হাসপাতালে জোড়া মৃত্যু, ৪ শিশু আইসিইউ-তে চিকিত্সাধীন। জেনারেল ওয়ার্ডে ভর্তি আরও ২।


বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থার আরও উন্নতি। কমেছে কাশি, বাইপ্যাপ-নির্ভরতা, কাল থেকে ওরাল স্টেরয়েড। পরিস্থিতি দেখে চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত। ভাল আছেন মীরা ভট্টাচার্যও। 


তৃণমূলের শাখা সংগঠনের প্যাড ব্যবহার করে, ভ্যাকসিন পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য দফতরে আবেদন এক বিজেপি নেতার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে উঠল এমনই অভিযোগ। অভিযুক্ত নেতার সাফাই, ওষুধের দোকানের মালিক ও কর্মীদের জন্যই একাজ করেছেন। আর এনিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।


করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে কোচবিহারে চালু হল কোভিড যান পরিষেবা। অন্যদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় শিলিগুড়ির তিনবাতি মোড়ি ২০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করলেন পুর প্রশাসক গৌতম দেব।


 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.